রাশি
v রাশিঃ ভৌত জগতে যা কিছু
পরিমাপ করা যায় তাকে রাশি বলে ।
রাশি দুই প্রকার । যথাঃ ১। মৌলিক রাশি ।
২। যৌগিক বা লব্ধ রাশি ।
v মৌলিক রাশিঃ যে
রাশি স্বাধীন বা নিরপেক্ষ, অর্থাৎ অন্য
কোন রাশির উপর নির্ভর করে না বরং অনন্য রাশিই এদের উপর নির্ভরশীল তাকে মৌলিক রাশি
বলে । মৌলিক
রাশি ৭ টি যথাঃ দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, পদার্থের পরিমাণ, দীপন তীব্রতা, তড়িৎ প্রবাহ ।
v যৌগিক রাশিঃ একই
বা ভিন্ন জাতীয় দুই বা ততোধিক মৌলিক রাশির সমন্বয়ে যে রাশি গঠিত হয় তাকে যৌগিক
রাশি বলে । যেমনঃ
ক্ষেত্রফল, বল,
ত্বরণ ইত্যাদি ।
একক ও পরিমাপের মূলনীতিঃ
পরিমাপ্য রাশি = সংখ্যা × একক ।
v এককঃ যে কোন
পরিমাপের জন্য একটি আদর্শ বা নির্দিষ্ট পরিমাণকে আদর্শ হিসেবে ধরে নিতে হয় । সেই আদর্শ বা নির্দিষ্ট
পরিমাণকে একক বুঝায় ।
একক তিন প্রকার । যথাঃ ১। মৌলিক একক ।
২। লব্ধ, প্রাপ্ত বা যৌগিক একক ।
৩। ব্যবহারিক একক ।
v মৌলিক এককঃ মৌলিক রাশির
একককে মৌলিক একক বলে । অথবা যে একক স্বাধীন বা
নিরপেক্ষ, অর্থাৎ অন্য কোন এককের উপর নির্ভর করে না
বরং অনন্য এককই এদের উপর নির্ভরশীল তাকে মৌলিক একক বলে । যেমনঃ কেজি, মিটার ইত্যাদি ।
v লব্ধ এককঃ লব্ধ রাশির
একককে লব্ধ একক বলে । অর্থাৎ একই বা ভিন্ন জাতীয়
দুই বা ততোধিক মৌলিক এককের সমন্বয়ে যে একক গঠিত হয় তাকে যৌগিক বা লব্ধ একক বলে ।যেমনঃ নিউটন, প্যাসকেল ইত্যাদি ।
v ব্যবহারিক এককঃ যে
সকল লব্ধ রাশির একক নির্ধারণ করা নেই তাদের জন্য মৌলিক রাশির সমন্বয়ে যে একক গঠন
করা হয় তাদেরকে ব্যবহারিক একক বলে । যেমনঃ কেজি .মি./সে. , মি./সে. ইত্যাদি ।
দৈর্ঘ্য, ভর, এবং সময়কে মৌলিক রাশি ধরে মৌলিক একক গুলোর তিন
ধরনের মৌলিক একক প্রচলিত আছে ।
যথাঃ ১। M.K.S বা S.I পদ্ধতি ।(S.I
International System
of Units)
২। C.G.S পদ্ধতি
।
৩। F.P.S পদ্ধতি
।
উপরোক্ত পদ্ধতিতে দৈর্ঘ্য, ভর এবং সময়ের একক নিম্নরুপঃ
এককের পদ্ধতি
|
দৈর্ঘ্যের একক
|
ভরের একক
|
সময়ের একক
|
M.K.S
|
মিটার (m)
|
কেজি (Kg)
|
সেকেন্ড (s)
|
C.G.S
|
সেন্টিমিটার (cm)
|
গ্রাম (g)
|
সেকেন্ড (s)
|
F.P.S
|
ফুট (Ft)
|
পাউন্ড(Pound)
|
সেকেন্ড (s)
|
মৌলিক রাশি এবং তাদের এস আই একক সমূহঃ
রাশি
|
একক
|
দৈর্ঘ্য
ভর
সময়
তাপমাত্রা
বিদ্যুৎ প্রবাহমাত্রা
দীপন তীব্রতা
পদার্থের পরিমাণ
|
মিটার (m)
কিলোগ্রাম (kg)
সেকেন্ড (sec)
কেলভিন (K)
অ্যাম্পিয়ার
(A)
ক্যান্ডেলা
(Cd)
মোল (mole)
|
Written by
Jeion Ahmed
EEE CUET
0 মন্তব্যসমূহ