পদার্থবিজ্ঞানে এমন অনেক রাশি রয়েছে যেগুলো শুধুমাত্র মান
দিয়ে সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় না । মানের সাথে দিকের ও প্রয়োজন হয় । সেই সকল রাশিকে বলা হয়
ভেক্টর রাশি । মানের সাথে দিক জড়িত থাকায় এদের যোগ বা গুণ সাধারণ
বীজগাণিতিক নিয়মে করা সম্ভব হয় না । যা কিছু বিশেষ নিয়মেই শুধুমাত্র করা যায় ।
ভেক্টর রাশির
উদাহরণঃ বেগ, ত্বরণ, সরণ, টর্ক প্রভৃতি ।
আবার এমন অনেক
রাশি রয়েছে যারা দিক ছাড়াই সম্পূর্ণতা প্রকাশ করতে পারে । যাদেরকে বলা হয় স্কেলার
রাশি । স্কেলার রাশির উদাহরণঃ দ্রুতি, দৈর্ঘ্য, সময়, ভর, কাজ, চার্জ, কম্পাঙ্ক,
বৈদ্যুতিক বিভব, স্বকীয় আবেশ গুণাঙ্ক, ঘাত, উষ্ণতা, তড়িৎ প্রবাহ প্রভৃতি ।
ভৌত জগতে যত
প্রকার রাশি আছে তা হয় স্কেলার নয়তো ভেক্টর রাশি । মাঝামাঝি কিছু নেই ।
সংজ্ঞাতেই আমরা পড়েছি, যে সকল রাশির মান এবং দিক আছে তাই
ভেক্টর রাশি ।
সেই দৃষ্টিকোণ থেকে,
ভেক্টর = রাশি
মান × দিক
ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে ঐ ভেক্টরের দিকে একটি একক ভেক্টরটি বা
ভেক্টরটির দিক পাওয়া যায় ।
Written by
Jeion Ahmed
EEE CUET
0 মন্তব্যসমূহ