ভেক্টরের যোগ
মানের সাথে দিক জড়িত থাকায় ভেক্টর রাশির যোগ সাধারণ
বীজগাণিতিক নিয়মে করা সম্ভব হয় না । দিক এ ক্ষেত্রে বিঘ্ন ঘটায় । ভেক্টর রাশির যোগ
নিম্নক্ত পাঁচটি নিয়মে করা যায় –
যথাঃ ১। সাধারণ সূত্র ।
২। ত্রিভুজ সূত্র ।
৩। বহুভুজ সূত্র ।
৪। সামান্তরিক সূত্র ।
৫। উপাংশ সূত্র ।
Written by
Jeion Ahmed
EEE CUET
0 মন্তব্যসমূহ