চিরায়ত পদার্থবিজ্ঞান বা নিউটনিয়ান পদার্থবিজ্ঞানের আলোকে
v স্থানঃ স্থান একটি
পরম জিনিস যা তার নিজের মধ্যেই অবস্থান করে । অর্থাৎ বস্তুর দৈর্ঘ্য
তার বা পর্যবেক্ষকের গতির উপর নির্ভরশীল নয় । এটি অপরিবর্তনীয় ।
v কালঃ সময় সার্বজনীন, তা বস্তু বা পর্যবেক্ষকের গতির উপর নির্ভরশীল না হয়ে সকল
ক্ষেত্রে সমভাবে এগিয়ে চলে ।
v ভরঃ ভর একটি
মৌলিক রাশি । যা প্রত্যেক
বস্তুর জন্য নির্দিষ্ট এবং বস্তুর গতির উপর নির্ভরশীল নয় ।
আধুনিক পদার্থবিজ্ঞানের আলোকে
v স্থানঃ বস্তু গতিশীল
হলে তার দৈর্ঘ্য স্থির অবস্থার দৈর্ঘ্যের চেয়ে ছোট হয় । যাকে দৈর্ঘ্য সংকোচন বলে ।
v কালঃ গতিশীল
কাঠামো থেকে লক্ষ্য করলে সময় ব্যবধান, স্থির কাঠামো সাপেক্ষে হিসাবকৃত সময় ব্যবধানের চেয়ে বেশি মনে হবে । যাকে কাল দীর্ঘায়ন বলে ।
v ভরঃ বস্তু গতিশীল
হলে তার ভর বৃদ্ধি পায় । যাকে গতিজনিত ভর বৃদ্ধি বলে ।
এজন্য আমরা বলতে পারি, পদার্থবিজ্ঞানের প্রবক্তা নিউটন হলেও আধুনিক পদার্থবিজ্ঞানের প্রবক্তা আলবার্ট আইনস্টাইন।
Written by
Jeion Ahmed
0 মন্তব্যসমূহ