ভার্নিয়ার স্কেলের
সাধারণ রৈখিক স্কেল দিয়ে সর্বনিম্ন মিলিমিটার পর্যন্ত
পরিমাপ করা যায় । এর ভগ্নাংশ পরিমাপ করা যায় না । ফলে পরিমাপে কিছু না কিছু ত্রুটি
থেকে যায় । এই ত্রুটি পরিহারের জন্য মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপের প্রয়োজন হয় ।
তাই মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপের জন্য প্রধান স্কেলের সাথে
একটি ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয় । ফলে এই যন্ত্রের সাহায্যে আমরা সর্বনিম্ন ঐ
ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক সমতুল্য মান পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করতে
পারি ।
v ভার্নিয়ার ধ্রুবকঃ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘর প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের তুলনায়
কতটুকু ছোট তার পরিমাপই হল ঐ ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক । অথবা কোন
ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার ধ্রুবক 0.05mm বলতে বুঝায়, ঐ ভার্নিয়ার স্কেলের সাহায্যে সর্বনিম্ন 0.05mm পর্যন্ত সূক্ষ্মভাবে পরিমাপ করা যাবে ।
v পিচঃ স্ক্রগজের
টুপি একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর এর যতটুকু সরণ ঘটে বা রৈখিক স্কেল বরাবর যে
দৈর্ঘ্য এটি অতিক্রম করে তাকে স্ক্রগজের পিচ বলে ।
স্লাইড কালিপার্সের ভার্নিয়ার
ধ্রুবক, VC
পরিমাপ্য দৈর্ঘ্য
প্রধান স্কেলের পাঠ(L)
+ (ভার্নিয়ার স্কেলের সমপাতন(C)
ভার্নিয়ার ধ্রুবক(VC))
Written by
Jeion Ahmed
EEE CUET
0 মন্তব্যসমূহ