এনট্রপি
কখনো কি আমরা চিন্তা করে দেখেছি, এইযে আমরা কথা বলছি তথা বিভিন্ন শব্দ করছি, আলো জ্বালাচ্ছি, তাপ উৎপন্ন করছি প্রভৃতি । এগুলো
প্রত্যেকেই শক্তি যা আমরা পরিবেশে ছেড়ে দিচ্ছি । শক্তির সংরক্ষণ সুত্র বলে,
শক্তির কোন সৃষ্টি বা ধ্বংস নেই । তাহলে আমরা যে পরিবেশে এত শক্তি
ছেড়ে দিচ্ছি, এগুলো যাচ্ছে কোথায় । প্রশ্নটা আবার বলছি, আমরা
প্রতিনিয়ত উৎপন্ন শব্দ বা তাপ পরিবেশে ছেড়ে দিচ্ছি । কোন প্রক্রিয়ার মাধ্যমেই আমরা
এগুলো তো ফেরত নিচ্ছিনা । তাহলে প্রশ্ন হল, এই শক্তিগুলো
যাচ্ছে কোথায় ? এগুলো কি কোনভাবে আমাদের কাছে ফিরে আসছে ?
নাকি পরিবেশেই মিশে যাচ্ছে ? ভেবে দেখলাম,
এগুলো তো আমরা ফিরে পাচ্ছিনা । পরিবেশেই মিশে যাচ্ছে । এটাই হচ্ছে
এনট্রপি বা বিশৃঙ্খলা । এই শক্তিগুলো পরিবেশে মিশে যাচ্ছে ফলে পরিবেশে একটি
বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বা পরিবেশে অতিরিক্ত শক্তি যোগ হচ্ছে যাকে বলা হয় এনট্রপি
।
0 মন্তব্যসমূহ