কাজ ক্ষমতা ও শক্তি (Work, Power & Energy)


For Class 9-10
Lesson:4
Work, Power & Energy
                       [There is nothing more than the original book option]
অবশ্যই জানতে হবে-
-      কাজ
-      শক্তি
-      শক্তির উৎস ও রূপান্তর
-      ক্ষমতা
-      কর্মদক্ষতা
আলোচনাঃ
Ø  বল প্রয়োগ করলেই কাজ হবে না বস্তুর সরণও ঘটতে হবে তবেই কেবল কাজ হবে
Ø  1 kw = 1000 w
Ø  1 HP ( অশ্ব ক্ষমতা) = 746 w
Ø  পেট্রোলিয়াম ল্যাটিন শব্দ পেট্রো শব্দের অর্থ পাথর এবং অলিয়াম শব্দের অর্থ তেল অর্থাৎ পেট্রোলিয়াম শব্দের অর্থ পাথরের তেল
Ø  কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান সমস্যা হল এটি সালফারের ধোঁয়া নির্গমন করে
Ø  আধুনিক কালে কয়লার প্রধান ব্যবহার তাপবিদ্যুৎ কেন্দ্রে
Ø  দুইটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগ স্থলে তাপ প্রয়োগ করলে তাপ তড়িৎ শক্তিতে রুপান্তরিত হয়

গুরূত্ব পূর্ণ সংজ্ঞাঃ
কাজঃ বল এবং সরণের উপাংশের গুণফলকে কাজ বলে ।
এক জুলঃ 1 N বল প্রয়োগে যদি কোন বস্তুর 1 m সরণ ঘটে তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল বলে
গত‌িশক্ত‌িঃ কোন গতিশীল বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে
ব‌িভব শক্ত‌িঃ স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে অন্য অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভবশক্তি বলে
ক্ষমতাঃ কাজ করার বা শক্তি রুপান্তরের হারকে ক্ষমতা বলে ।
কর্মদক্ষতাঃ কোন যন্ত্রে মোট প্রদত্ত ক্ষমতার শতকরা কত টুকু অংশ কাজে লাগে তার পরিমাণকে কর্মদক্ষতা বলে

ক‌িছু গুরূত্বপূর্ণ প্রশ্নঃ
v  শুধু বল প্রয়োগ করলেই কাজ হবে না । ব্যাখ্যা কর ।
উত্তরঃ আমরা জানি , প্রযুক্ত বল এবং সরণের গুণফলকে কাজ বলে কোন বস্তুতে বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ না ঘটে তবে কোন কাজ হবে না   তাই কোন বস্তুতে শুধু বল প্রয়োগ করলেই কাজ হবে না বলের ক্রিয়ায় বস্তুটির সরণ ঘটতে হবে তবেই  শুধুমাত্র কাজ হবে কারণ বল এবং সরণের গুণফলকে কাজ বলে
v  বলের বিরুদ্ধে কাজ বলতে কি বুঝায় ?
উত্তরঃ আমরা জানি , প্রযুক্ত বল এবং প্রযুক্ত বলের দিকে বস্তুর সরণের গুণফলকে কাজ বলে কিন্তু বল যেদিকে ক্রিয়া করে বস্তুর সরণ যদি তার বিপরীত দিকে ঘটে সেই নির্ণীত কাজকে বলা হবে বলের বিরুদ্ধে বা বলের বিপরীতে কাজ । যেমনঃ কোন বস্তুকে উপরের দিকে তুললে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হয় । কারণ অভিকর্ষ বল সর্বদা নিচের দিকে ক্রিয়াশীল আর বস্তুর সরণ উপরের দিকে ।
v  1 N বল বলতে কি বুঝ ?
উত্তরঃ 1 N বল বলতে বুঝায়, 1 kg ভরের কোন বস্তুতে যে পরিমাণ বল প্রয়োগ করলে তার 1 ms-2 ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে 1 N বল বলে
v  যান্ত্র‌িক শক্ত‌ির ব্যাখা দাও ।
উত্তরঃ শক্তির সবচেয়ে সাধারণ রুপ হল যান্ত্রিক শক্তি । যান্ত্রিক শক্তি দুই প্রকার ।
যথাঃ ১। বিভব শক্তি ।
      ২। গতিশক্তি
v  বিভবশক্তি কিসের উপর নির্ভরশীল ? ব্যাখ্যা কর
উত্তরঃ আমরা জানি , বিভবশক্তি , E = mgh এখানে  হল বস্তুর ভর এবং হল ভূপৃষ্ঠ হতে বস্তুটির উচ্চতা তাহলে এই সুত্র হতে বলা যায় বস্তুর বিভবশক্তি বস্তুটির ভর এবং ভূপৃষ্ঠ হতে এর উচ্চতার নির্ভরশীল
v  শক্তি কাজের পরিমাণ অভিন্ন ব্যাখ্যা কর
উত্তরঃ আমরা জানি , কৃতকাজ = বায়িত শক্তি অর্থাৎ বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি নিহিত থাকে তা দাড়ায় সে কাজ সম্পন্ন করে অর্থাৎ কাজ হওয়ার সাথে সাথে শক্তিও শেষ হতে থাকে এক্ষেত্রে কাজ এবং শক্তি অভিন্ন তাই কাজ এবং শক্তির পরিমাণ ও অভিন্ন
v  ধনুকের রশি টেনে তীর ছোরার সময় কিভাবে শক্তির রুপান্তর ঘটে ? ব্যাখ্যা কর
উত্তরঃ তীর ছোরার পূর্বে ধনুকের রশি টানার ফলে ধনুকের আকৃতি স্বাভাবিক থেকে পরিবর্তন হওয়ার কারণে ধনুকের মধ্যে বিভবশক্তি সঞ্চিত হয় তীর ছোরার সঙ্গে সঙ্গে সেই বিভবশক্তি গতিশক্তিতে রুপ নেয় এবং তীর সামনের দিকে এগিয়ে যায়
v  ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা কর
উত্তরঃ আমরা জানি ,
ক্ষমতা =  =  =  =  
এখানে, ক্ষমতা রাশিটি -ভর, সরণ এবং সময়ের সমন্বয়ে গঠিত অর্থাৎ একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত বলে ক্ষমতাকে লব্ধ রাশি বলে
v  জীবাশ্ম জ্বালানীর বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরী কেন ? ব্যাখ্যা কর দি:বো: ১৬
উত্তরঃ জীবাশ্ম জ্বালানি একটি অনবায়নযোগ্য জ্বালানি অর্থাৎ এটি কোন এক সময় ফুরিয়ে যাবে তাই এর সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং এর বিকল্প জ্বালানি ব্যবহার করা জরুরী

প্রয়‌োজনীয় সূত্রঃ
গত‌িশক্ত‌ি , Ek= v2

ব‌িভব শক্ত‌ি , Ep = mgh
ক্ষমতা , p =  Fv
কর্মদক্ষতা , ƞ =

গাণিতিক সমস্যাঃ
. 20 m উচ্চতা হতে একটি বস্তু স্থির অবস্থান থেকে মুক্ত ভাবে ফেলে দিলে সেটি কত বেগে ভূমিতে আঘাত করবে ?
. 50 m উঁচু একটি দালানের ছাদ থেকে একটি বস্তু মুক্তভাবে ফেলে দেয়া হল 20 m উঁচু একটি জানালা হতে বস্তুতিকে g ত্বরণে পড়তে দেখা গেল উল্লেখিত ছাদে, জানালায় এবং ভূমিতে বস্তুটির মোট শক্তি সংরক্ষিত থাকে কি না গাণিতিক যুক্তি সহকারে ব্যাখ্যা কর
3. 40 kg ভরের এক বালক 5 ms-1 বেগে গতিশীল থাকলে বালকটির গতিশক্তি নির্ণয় কর

 Edited By
Jeion Ahmed
EEE CUET

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ