For
Class 9-10
Lesson:4
Work, Power &
Energy
[There is nothing more than the original book option]
অবশ্যই জানতে হবে-
-
কাজ ।
-
শক্তি ।
-
শক্তির উৎস ও রূপান্তর ।
-
ক্ষমতা ।
-
কর্মদক্ষতা ।
আলোচনাঃ
Ø বল প্রয়োগ করলেই কাজ হবে না বস্তুর সরণও ঘটতে হবে তবেই কেবল
কাজ হবে ।
Ø 1 kw = 1000 w ।
Ø 1 HP ( অশ্ব ক্ষমতা) = 746 w ।
Ø পেট্রোলিয়াম ল্যাটিন শব্দ । পেট্রো শব্দের অর্থ পাথর এবং অলিয়াম শব্দের অর্থ তেল । অর্থাৎ পেট্রোলিয়াম শব্দের অর্থ পাথরের তেল ।
Ø কয়লা চালিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের প্রধান সমস্যা হল এটি
সালফারের ধোঁয়া নির্গমন করে ।
Ø আধুনিক কালে কয়লার প্রধান ব্যবহার তাপবিদ্যুৎ কেন্দ্রে ।
Ø দুইটি ভিন্ন ধাতব পদার্থের সংযোগ স্থলে তাপ প্রয়োগ করলে তাপ
তড়িৎ শক্তিতে রুপান্তরিত হয় ।
গুরূত্ব
পূর্ণ সংজ্ঞাঃ
কাজঃ বল এবং সরণের উপাংশের গুণফলকে কাজ বলে ।
এক
জুলঃ 1 N বল প্রয়োগে যদি কোন বস্তুর 1 m সরণ ঘটে
তবে সম্পন্ন কাজের পরিমাণকে এক জুল বলে ।
গতিশক্তিঃ কোন গতিশীল বস্তু তার গতির কারণে কাজ করার যে সামর্থ্য অর্জন
করে তাকে গতিশক্তি বলে ।
বিভব
শক্তিঃ স্বাভাবিক অবস্থা পরিবর্তন করে
অন্য অবস্থায় আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভবশক্তি বলে ।
ক্ষমতাঃ কাজ করার বা শক্তি রুপান্তরের হারকে ক্ষমতা বলে ।
কর্মদক্ষতাঃ কোন যন্ত্রে মোট প্রদত্ত ক্ষমতার শতকরা কত টুকু অংশ কাজে
লাগে তার পরিমাণকে কর্মদক্ষতা বলে ।
কিছু
গুরূত্বপূর্ণ প্রশ্নঃ
v শুধু বল প্রয়োগ করলেই কাজ হবে না । ব্যাখ্যা কর ।
উত্তরঃ আমরা জানি , প্রযুক্ত বল এবং সরণের গুণফলকে কাজ বলে । কোন বস্তুতে বল প্রয়োগ করলে যদি বস্তুটির সরণ না ঘটে তবে কোন কাজ হবে না । তাই কোন বস্তুতে শুধু বল প্রয়োগ করলেই
কাজ হবে না বলের ক্রিয়ায় বস্তুটির সরণ ঘটতে হবে তবেই শুধুমাত্র কাজ হবে । কারণ বল এবং সরণের গুণফলকে কাজ বলে ।
v বলের বিরুদ্ধে কাজ বলতে কি বুঝায় ?
উত্তরঃ আমরা জানি , প্রযুক্ত বল এবং প্রযুক্ত বলের দিকে বস্তুর সরণের গুণফলকে কাজ
বলে ।
কিন্তু বল যেদিকে ক্রিয়া করে বস্তুর সরণ যদি তার বিপরীত দিকে ঘটে সেই নির্ণীত
কাজকে বলা হবে বলের বিরুদ্ধে বা বলের বিপরীতে কাজ । যেমনঃ কোন বস্তুকে উপরের দিকে
তুললে অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করা হয় । কারণ অভিকর্ষ বল সর্বদা নিচের দিকে
ক্রিয়াশীল আর বস্তুর সরণ উপরের দিকে ।
v 1 N বল বলতে কি বুঝ ?
উত্তরঃ 1 N বল বলতে বুঝায়, 1 kg ভরের কোন বস্তুতে যে
পরিমাণ বল প্রয়োগ করলে তার 1 ms-2 ত্বরণ সৃষ্টি হয় সেই পরিমাণ বলকে 1 N বল বলে ।
v যান্ত্রিক শক্তির ব্যাখা দাও ।
উত্তরঃ শক্তির সবচেয়ে
সাধারণ রুপ হল যান্ত্রিক শক্তি । যান্ত্রিক শক্তি দুই প্রকার ।
যথাঃ ১। বিভব শক্তি ।
২। গতিশক্তি ।
v বিভবশক্তি কিসের উপর নির্ভরশীল ? ব্যাখ্যা কর ।
উত্তরঃ আমরা জানি , বিভবশক্তি , E = mgh এখানে হল বস্তুর ভর এবং হল ভূপৃষ্ঠ হতে বস্তুটির উচ্চতা
। তাহলে এই সুত্র হতে বলা যায় বস্তুর বিভবশক্তি বস্তুটির ভর এবং
ভূপৃষ্ঠ হতে এর উচ্চতার নির্ভরশীল ।
v শক্তি ও কাজের পরিমাণ অভিন্ন ব্যাখ্যা কর ।
উত্তরঃ আমরা জানি , কৃতকাজ = বায়িত শক্তি । অর্থাৎ বস্তুর মধ্যে যে পরিমাণ শক্তি নিহিত থাকে তা দাড়ায় সে কাজ সম্পন্ন করে । অর্থাৎ কাজ হওয়ার সাথে সাথে শক্তিও শেষ হতে থাকে । এক্ষেত্রে কাজ এবং শক্তি অভিন্ন । তাই কাজ এবং শক্তির পরিমাণ
ও অভিন্ন ।
v ধনুকের রশি টেনে তীর ছোরার সময় কিভাবে শক্তির রুপান্তর ঘটে ? ব্যাখ্যা কর ।
উত্তরঃ তীর ছোরার পূর্বে
ধনুকের রশি টানার ফলে ধনুকের আকৃতি স্বাভাবিক থেকে পরিবর্তন হওয়ার কারণে ধনুকের মধ্যে
বিভবশক্তি সঞ্চিত হয় । তীর ছোরার সঙ্গে সঙ্গে সেই বিভবশক্তি গতিশক্তিতে রুপ নেয় এবং
তীর সামনের দিকে এগিয়ে যায় ।
v ক্ষমতা একটি লব্ধ রাশি ব্যাখ্যা কর ।
উত্তরঃ আমরা জানি ,
ক্ষমতা =
=
=
=
এখানে, ক্ষমতা
রাশিটি -ভর, সরণ এবং সময়ের সমন্বয়ে গঠিত
। অর্থাৎ একাধিক মৌলিক রাশির
সমন্বয়ে গঠিত বলে ক্ষমতাকে লব্ধ রাশি বলে ।
v জীবাশ্ম জ্বালানীর বিকল্প জ্বালানি অনুসন্ধান জরুরী কেন ? ব্যাখ্যা কর । দি:বো: ১৬
উত্তরঃ জীবাশ্ম জ্বালানি
একটি অনবায়নযোগ্য জ্বালানি । অর্থাৎ এটি কোন এক সময় ফুরিয়ে
যাবে । তাই এর সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং এর বিকল্প জ্বালানি ব্যবহার
করা জরুরী ।
প্রয়োজনীয়
সূত্রঃ
গাণিতিক
সমস্যাঃ
১. 20 m উচ্চতা হতে একটি বস্তু স্থির অবস্থান থেকে
মুক্ত ভাবে ফেলে দিলে সেটি কত বেগে ভূমিতে আঘাত করবে ?
২. 50 m উঁচু একটি দালানের ছাদ থেকে একটি বস্তু
মুক্তভাবে ফেলে দেয়া হল । 20 m উঁচু একটি জানালা
হতে বস্তুতিকে g ত্বরণে পড়তে দেখা গেল । উল্লেখিত ছাদে, জানালায় এবং ভূমিতে
বস্তুটির মোট শক্তি সংরক্ষিত থাকে কি না গাণিতিক যুক্তি সহকারে ব্যাখ্যা কর ।
3. 40 kg ভরের এক বালক 5 ms-1 বেগে
গতিশীল থাকলে বালকটির গতিশক্তি নির্ণয় কর ।
0 মন্তব্যসমূহ