পরিবহন সেক্টরে এক নতুন বাস নিয়ে এল চিন (New China Vehicle)




২১মিটার দীর্ঘ, অস্বাভাবিক উঁচু প্রায় ৬০ কি.মি./. বেগে চলার ঘমতা সম্পন্ন সম্পুর্ণ বিদ্যুৎ চালিত এক নতুন বাস নিয়ে আসল চিন৷ 
কিয়ংডাও শহরে ৩০০মিটার লম্বা ট্রাকে পরিক্ষা করা হয়েছে ঢাউস এ বাসের৷
 রাস্তার দুই প্রান্তে বসানো ট্রাম লাইনের মত ট্রাক দিয়ে চলবে ঢাউস এ বাসটি৷ কিন্তু রাস্তা জুরে চললেও অন্যান্য যানবাহন চলাচলের জন্য বাধা তৈরি করবেনা৷ কারণ বাসের তলা থেকে রাস্তার তলের ব্যবধান প্রায় ২মিটার৷ ফলে তল দিয়ে অনায়াসেই চলতে পারবে সব গাড়ি৷ 
এই প্রকল্পের প্রধান ইঞ্জিনিয়ার সং ইউঝাও বার্তা সংস্থা সিনহুয়াকে বলেছেন,"সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এই বাস রাস্তা দখল করবেনা"৷ পরিক্ষা হলেও কবে থেকে চীনের কতগুলো শহরে বানিজ্যিক ভিত্তিতে বিশেষ এ বাসটি চালু করা যাবে, সেই পরিকল্পনা এখনও জানা যায়নি৷ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ