অতিপরিবাহী/ Superconductor


পরিবাহীর রোধ-সম্পর্কে আমরা ওহমের সূত্রের কল্যাণে সকলেই জানি । আমরা জানি,
  • যেকোনো অপরিবাহির জন্য তাপমাত্রা কমানো বা বাড়ানো হলে রোধের মানের তেমন কোন পরিবর্তন হয় না ।
  • যেকোনো অর্ধ-পরিবাহির জন্য তাপমাত্রা ক্রমাগত কমালে রোধ বেড়ে পরিবহণ ক্ষমতা কমে যায় । আবার তাপমাত্রা বাড়াতে থাকলে পরিবাহী বা মুক্ত ইলেকট্রন বাড়তে থাকে সেই সাথে রোধও কমতে থাকে বিধায় পরিবহণ ক্ষমতা বাড়তে থাকে । 
  • পরিবাহির ক্ষেত্রে তাপমাত্রা বাড়াতে থাকলে মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেড়ে ইলেকট্রনদের মধ্যে সংঘর্ষ বেড়ে যায় । ফলে রোধ বেড়ে পরিবহণ ক্ষমতা কমে যায় । কিন্তু তাপমাত্রা ক্রমাগত কমাতে থাকলে পরিবাহী বা মুক্ত ইলেকট্রন এবং আয়নদের সাথে ইলেকট্রনের মধ্যে সংঘর্ষ ক্রমাগত কমতে থাকে । ফলে রোধ কমে যায় এবং পরিবহণ ক্ষমতা ক্রমাগত বাড়তে থাকে ।

এভাবে পরিবাহির তাপমাত্রা ক্রমাগত কমাতে থাকলে এর রোধ বা প্রতিরোধক্ষমতা কমতে কমতে কোথায় গিয়ে পৌঁছবে ? বহুচর্চিত এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সূচনা হল নতুন অধ্যায়ের । অতিপরিবাহীতা বা সুপারকন্ডাক্টিভিটি ।
সম্পাদনায়
জিওন আহমেদ
ইইই চুয়েট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ