মহাকর্ষীয় লেন্স ক্রিয়া


 
আইনস্টাইন বলয়ের আঁকা ছবি । দুটি বিশাল আকৃতির বস্তু পরস্পরের সঙ্গে একই রেখায় নিখুঁতভাবে মিলে গেলে পৃথিবী থেকে চিত্রের ন্যায় বলয় দেখা যায় । এখানে পৃথিবী আর একটি গ্যালাক্সির মাঝখানে একটি কৃষ্ণগহ্বর(কেন্দ্রে) দেখা যাচ্ছে । দূরবর্তী গ্যালাক্সি থেকে আসা আলো এই কৃষ্ণগহ্বরের প্রবল মহাকর্ষীয় ক্ষেত্রের প্রভাবে তার চারদিকে বেঁকে গিয়ে আলোর একটি বলয় তৈরি করে । মহাকাশের এই ঘটনাকে গ্রাভিটেশনাল লেন্সিং বা মহাকর্ষীয় লেন্স ক্রিয়া বলা হয় ।

 আলো যে মহাকর্ষের প্রভাবে বেঁকে যেতে পারে- এই ধারনাটি ১৯১৫ সালে আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতার সাধারণ তত্ত্বে বলেছিলেন । সম্প্রতি মহাকর্ষীয় লেন্স ক্রিয়ার বেশ কিছু প্রমাণ আবিষ্কৃত হয়েছে ।
সম্পাদনায়
জিওন আহমেদ
ইইই চুয়েট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ