NASA & ISRO/ ভবিষ্যৎ মহাকাশ অভিযান


মহাকাশ আজও আমাদের কাছে এক আশ্চর্যজনক রহস্য । এই কারনেই মহাকাশ সম্পর্কে আমাদের প্রত্যেকের মধ্যেই রয়েছে অপার কৌতূহল । সুদির্ঘ্য সময় ধরেই বহু ওয়েব সিরিজ বা মুভিতে এই মহাকাশের বিপুলতা আর গভিরতা নিয়ে আলোকপাত করার চেষ্টা করা হচ্ছে । যা আমরা প্রতিনিয়তই দেখে আসছি । কিন্তু বিজ্ঞানভিত্তিক লেখা অথবা তত্থ্যভিত্তিক মুভি তৈরি করা এ সবের জন্যই সঠিক তথ্য সরবরাহের জন্য আমাদের নির্ভর করতে হয় স্পেস এজেন্সির উপর । বর্তমান পৃথিবীতে বেশ কয়েকটি স্পেস এজেন্সি আছে । যেমনঃ NASA, ISRO, ESA, JAXA, CNSA. এই সংস্থাগুলো মহাকাশ সম্পর্কিত যাবতীয় তথ্য আমাদেরকে সরবরাহ করে থাকে । এদের মধ্যে অন্যতম দুইটি সংস্থা হল- NASA এবং ISRO । তথ্য প্রযুক্তির এই সময়ে আমরা এদের প্রত্যেকের মিশন এবং সফলতা সম্পর্কে জানি । কথা বলছি এদের ভবিষ্যৎ মিশন নিয়ে ।
NASA এর ভবিষ্যৎ মিশনগুলি হচ্ছে- MARS 20-20, PARKER SPACE PROBE, TESS(Transiting Exoplanet Satellite) এবং EUROPA.
ISRO এর ভবিষ্যৎ মিশনগুলি হল- CHANDRAYAAN-2, MANGALYAAN-2, ADITYA L1 এবং SHUKRAYAAN-1 .
বর্তমানে Dual Frequency Radar কে পৃথিবীর অভজার্ভেশন স্যাটেলাইটে লন্স করার জন্য NASA এবং ISRO হাত মিলিয়েছে । এই প্রজেক্টের নাম NISAR
©জিওন আহমেদ  ইইই, চুয়েট

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ