প্রশ্নঃ যদি নিউটনের সূত্র গুলা প্রমান না হতো,অর্থাৎ ধরে নিয়া হোক সূত্র গুলা কাজ করে না,তাহলে পৃথিবী কেমন হতো?
উত্তরঃ প্রকৃতি কখনও সূত্র দ্বারা নিয়ন্ত্রিত নয় । প্রকৃতি
তার নিজ গতিতে চলে । বরং প্রকৃতি ব্যাখ্যা করে বিজ্ঞান । তাই যদি নিউটনের সূত্র
আবিষ্কার নাও হত, প্রকৃতির কোন সমস্যা হত না । বরং আমরাই প্রকৃতিকে জানতে পারতাম
না । যেমন এখনও কিছু তাত্ত্বিক সল্পতায় আমরা প্রকৃতির অনেক ঘটনায় জানতে পারছিনা ।
প্রশ্নকারী
রিফাত শাহরিয়ার
উচ্চ মাধ্যমিক, বিজ্ঞান
বাকলিয়া সরকারি কলেজ,
চট্টগ্রাম
উত্তর
জিওন আহমেদ
ইইই চুয়েট
0 মন্তব্যসমূহ