ক। নুন্যতম বিচ্যুতি কোণ বলতে কি বুঝ ?
খ। পানির প্রতিসরাংক 4/3 এবং কাঁচের প্রতিসরাংক 3/2 হলে, কাঁচ সাপেক্ষে পানির প্রতিসরাংক নির্ণয় কর ।
ঘ। স্পষ্ট দৃষ্টির নুন্যতম সীমার মধ্যে প্রতিবিম্ব দেখতে চাইলে যন্ত্রের বিবর্ধন এবং দৈর্ঘ্য কত হবে ?
2. এক বৃদ্ধা 60 বছর বয়সে দেখলেন, তিনি 25 cm দূরত্বে রেখে বই স্পষ্টভাবে পড়তে পারছেন না । তাকে 30 cm দূরত্বে রাখতে হচ্ছে। ফলে তিনি চশমা নিলেন । কিন্তু 70 বছর বয়সে দেখলেন, চশমা পরিহিত অবস্থাতেই তাকে 35 cm দূরত্বে রাখতে হচ্ছে ।
ক। প্রিজম কোণ কাকে বলে ?
খ। 40 cm ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি অবতল লেন্সের ক্ষমতা নির্ণয় কর ।
3. তেজস্ক্রিয় মৌল রেডিয়ামের অর্ধায়ু 1590 বছর । এরূপ 1g রেডিয়াম নেওয়া হল ।
ক। আইসোটন কাকে
বলে ?
খ। তেজস্ক্রিয়
বিক্রিয়া কখনো শেষ হয় না । উক্তিটি ব্যাখ্যা কর ।
গ। রেডিয়ামের গড়
আয়ু নির্ণয় কর ।
ঘ। কত বছরে 1cg রেডিয়াম অবশিষ্ট থাকবে ? নির্ণয় কর ।
4. 5.0cm দৈর্ঘ্যের
একটি বর্গাকার কুণ্ডলীর পাক সংখ্যা 100 কুণ্ডলীটি একটি চুম্বকের
দুই মেরুর মধ্যবর্তী চৌম্বকক্ষেত্রের সাথে লম্বভাবে স্থাপন করা আছে । কুণ্ডলীটিকে একটি টানে 0.06sec এ চৌম্বকক্ষেত্র
মুক্ত স্থানে নিয়ে আসা হলে, গড়ে 70mV বিদ্যুৎচ্চালক
বল আবিষ্ট থাকে ।
ক। লেঞ্জের সূত্রটি বিবৃত কর ।
খ। ট্রান্সফরমারে মুখ্য ও গৌণ কুণ্ডলীর ক্ষমতার পরিমাণ সম্পর্কে যা জানো কারণ সহ লিখ
।
গ। মেরুদ্বয়ের মধ্যে ফ্লাক্স নির্ণয় কর ।
ঘ। মেরুদ্বয়ের মধ্যে চৌম্বকক্ষেত্রের মান নির্ণয় কর ।
Jeion Ahmed
0 মন্তব্যসমূহ