টাইম ট্রাভেলের সম্ভব্যতা

বিজ্ঞান পাঠক এবং বিজ্ঞান প্রেমিকদের মাঝে এখন একটা বড় প্রশ্ন, টাইম ট্রাভেল কি আসলেই সম্ভব ? অথবা এ সম্পর্কে বিজ্ঞান কতটা অগ্রগতি দেখাতে সক্ষম হয়েছে ? এখন পর্যন্ত অনেকগুলো বিজ্ঞান কল্পকাহিনীতে টাইম ট্রাভেল দেখানো হয়েছে ৷ এখানে কেউ বলতে পারেন, বিজ্ঞান কি কল্পকাহিনিতে চলে ? আমরা এখানে কল্পকাহিনীকে কেন টানছি? কল্পকাহিনী এজন্য টানছি, কারণ আজকে যেটা আমাদের কাছে বিজ্ঞান কল্পকাহিনী, আগামীতে সেটা বিজ্ঞানের ভবিষ্যত হতে পারে ৷ বিজ্ঞানে এমন দৃষ্টান্ত কম নয় ৷

অনেকেই আবার গ্রান্ড ফাদার প্যারাডক্সের মত কিছু জটিলতায় নিশ্চিতভাবে এটাও বলে থাকে, টাইম ট্রাভেল সম্ভব নয় ৷ কিন্তু আমার মনে হয়, শুধু একটা জটিলতা দেখেই আমাদের বিজ্ঞানের কোন তত্ত্বকে আমরা নাকোচ করতে পারিনা আইন্সটাইনের বিশেষ আপেক্ষিক তত্ত্ব অনুসারে টাইম ট্রাভেল করতে হলে আমাদেরকে আলোর চেয়ে বেশি বেগে গতিশীল হতে হবে ৷ কিন্তু তাতে টাইম মেশিন সহ আমাদের ভর শুন্য হয়ে যাবে ৷ আমরা পুরোপুরি শক্তিতে পরিনত হয়ে যাব ৷ টাইম ট্রাভেল করতে হলে আমাদের সেই আলোর বেগকেও হার মানাতে হবে ৷ সেটা যেহেতু অসম্ভব, তাই আইন্সটাইন নিজে টাইম ট্রাভেলে বিশ্বাসী ছিলেন না ৷ কিন্তু তার সাধারণ আপেক্ষিকতার তত্ত্বে তিনি হতাশা হয়েছিলেন ৷ কারণ তার সাধারণ আপেক্ষিক তত্ত্ব অনাকাঙ্ক্ষিতভাবে টাইম ট্রাভেলকে অনুমোদন করে ৷


এখন পর্যন্ত টাইম ট্রাভেলের তত্ত্বের মধ্যে সবচেয়ে সম্ভবনাময় উপায় হতে পারে, স্থান-কালকে বাকিয়ে দেয়া ৷ এটা অনেক টানেলের মত ৷ যেখানে এক প্রান্ত দিয়ে ঢুকে আমরা সম্পূর্ণ পথ ঘুরে আমরা আমাদের অতিতে ফিরে যাব ৷ কিন্তু আমাদের অতিতের স্থান-কাল তো স্থির ৷ কারণ আমরা তে দেখে ফেলেছি ৷ বাস্তবে এই টানেল আমরা কতদিনে বাস্তবায়ন করতে পারবো, সেটাতে নিশ্চয়তার চেয়ে অনিশ্চয়তা বেশি ৷ এরপর যা আছে, স্ট্রিং থিওরির কসমিক স্ট্রিং বা স্ট্রিং তন্তু ৷ যারা আলোর বেগের কাছাকাছি বেগে গতিশীল ৷ এগুলো নিয়ে অন্য কোন একদিন লিখবো ৷ এক্ষেত্রেও আমাদের টাইম ট্রাভেল করতে পারার ব্যাপক সম্ভবনা রয়েছে

কিন্তু টাইম ট্রাভেল নিয়ে আমার কাছে, সবচেয়ে যে প্রশ্নটি বেশি উদয় হয় সেটা হল- ভবিষ্যতে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক উন্নতি হবে ৷ তখন যদি টাইম ট্রাভেল সম্ভব হবে বলে,আমরা আশা করি- তবে কেন আমাদের ভবিষ্যতের কেউ টাইম ট্রাভেল করে তাদের অতিতে তথা আমাদের কাছে আসছেনা ? আসলে আমরা স্থান কালের খুব ছোট্ট একটা পরিসরে বসবাস করছি ৷ তাই এটাও সম্ভব, ভবিষ্যতের সেই সব টাইম ট্রাভলারের কাছে আমাদের পরিসরটি এখনও নজরে আসেনি ৷ এখন প্রশ্ন হল- এমনটা কেন হবে ? আমাদের পরিসর ছোট হলেও, আমাদের স্থান-কাল তো গতিশীলই আছে ৷ তবুও কেন আমরা এমন কোন টাইম ট্রাভেলারের সাক্ষাত পাইনা ? এই প্রশ্নটা আমি পাঠকের উপর ছেড়ে দিলাম ৷ সে পর্যন্ত আমার অনুরোধ, তারা যেন দাবি না করে বসে, ভবিষ্যতের কোন টাইম ট্রাভেলার তার সাথে সাক্ষাত করেছিল ৷ টাইম ট্রাভেলের সম্ভব্যতা আমাদের কাছে এখন পর্যন্ত স্বপ্নের মত ৷ তবে আপেক্ষিক তত্ত্ব এবং কোয়ান্টাম তত্ত্বের সম্মিলিত এম তত্ত্ব আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা এই স্বপ্নটা বাঁচিয়ে রাখতে পারি

জিওন আহমেদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ