যখন কোন দৃঢ় বস্তু
একটি নির্দিষ্ট অক্ষে আবদ্ধ থাকে(অক্ষটি বস্তুর ভিতরে বা বাইরে) তখন ঐ বস্তুর উপর
বল প্রয়োগ করলে আবদ্ধ থাকার কারণে বস্তুটি সরল পথে না গিয়ে বৃত্তাকার পথে ঘুরতে
থাকে । অর্থাৎ বস্তুটি অক্ষের চারিদিকে ঘুরতে থাকে বা বস্তুটির কৌণিক সরণ হয় । লক্ষ
করবে, বস্তুটি যদি পুরো এক পাক সেই বৃত্তাকার পথে ঘুরে আসে তাহলে তার রৈখিক সরণ
শুন্য । কিন্তু বস্তুটি কৌণিকভাবে 360 ডিগ্রি পথ অতিক্রম করেছে । অর্থাৎ রৈখিক
ভাবে চিন্তা করলে বস্তুটির কোন সরণ বা কাজ হয়নি । কিন্তু কৌণিক দৃষ্টিকোণ থেকে
চিন্তা করলে বস্তুটির সরণ এবং কাজ উভয়ই জানা যায় । তাই এ ধরণের কৌণিক গতির জন্য
গতিবিদ্যারই একটি শাখা কৌণিক গতির জন্য ভিন্ন ভিন্ন প্রতিক বা সংকেত ব্যবহার করা
হয় । গতিবিদ্যায় তোমাদের এ সম্পর্কিত কিছু ধারণা হয়েছে ।
রৈখিক বেগের ক্ষেত্রে
আমরা লিখি, বল = ভর * ত্বরণ । এখন যখন আমরা কৌণিক বেগ নিয়ে আলোচনা করি তখন বলের জায়গায়
আসবে টর্ক, ত্বরণের জায়গায় আসবে কৌণিক ত্বরণ এবং ভরের জায়গায় আসবে জড়তার ভ্রামক ।
অর্থাৎ একটি বস্তু সরলরেখা বরাবর চললে তার ভরের যে ভূমিকা, কৌণিক গতির জন্য সেই
ভূমিকা পালন করবে জড়তার ভ্রামক ।
![]() |
জড়তার ভ্রামক |
আর এর গাণিতিক সংজ্ঞা
ঠিক এরকম, কোন বস্তু একটি অক্ষের সাপেক্ষে আবর্তিত হতে থাকলে ঐ অক্ষ সাপেক্ষে
বস্তুটির জড়তার ভ্রামক হবে অক্ষ হতে বস্তুটির ভরকেন্দ্রের দূরত্বের বর্গ এবং
বস্তুটির ভরের গুনফলের সমান ।
0 মন্তব্যসমূহ