পরমাণুর মডেল এবং পরমাণুর ইতিবৃত্ত

প্রথম বিজ্ঞান শব্দটা শোনার সাথে সাথে আমাদেরকে যে শব্দটা শুনতে হয়, সেটা হল-পরমাণু । এরপর বেড়িয়ে আসে, পরমাণুর মধ্যকার ইলেকট্রন, প্রোটন এবং নিউটনের কথা । পরমাণুর মধ্যকার অনেক রহস্যই জানতে পেরেছে আধুনিক বিজ্ঞান । তবে বিজ্ঞান এবং এর তত্ত্বগুলো কিছুটা পরিবর্তনশীল । আজকে আমরা যে তত্ত্বটাকে পুরোপুরি সত্য বলে মানছি, কাল হয়তো নতুন একটা তত্ত্ব তার সীমাবদ্ধতা এনে দেবে । অথবা সেটা মিথ্যা প্রমাণও করতে পারে । এমনটাই হয়েছিল, পরমাণু এবং এর অভ্যন্তরীণ গঠন ব্যাখ্যা করার ক্ষেত্রে । একের পর এক পরমাণু মডেল দিয়ে বিজ্ঞানীরা পরমাণুকে ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন । পরবর্তিতে অপরজন এসে সেটার সীমাবদ্ধতা দেখিয়ে নতুন মডেল দিয়েছেন ।

পরমাণু সম্পর্কে একদম শুরুতে যিনি ধারনা দিয়েছেন, তিনি হলেন জন ডাল্টন । সাধারণ এক স্কুল শিক্ষক হয়ে তিনি বস্তু সমূহের গঠনের কথা চিন্তা করেছেন । তিনি এভাবে চিন্তা করেন, বস্তু সমূহকে ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর করে কাটতে থাকলে, এমন একটা সময় আসবে যখন একে আর কাটা যাবেনা । যাকে তিনি নাম দিলেন পদার্থের গঠনকারী কণা হিসেবে । ডেমোক্রিটাস যাকে নাম দেন- পরমাণু বা অ্যাটম ।

এবার শুরু হল নতুন অনুসন্ধানের । এই পরমাণুর ভিতর কি আছে ? চলে এলেন জে জে থমসন । পরমাণুর মডেল দিলেন ।

থমসনের পরমাণু মডেল

থমসন বললেন, পরমাণু দেখতে একটা তরমুজের মত । পুরো তরমুজটা একটা পরমাণু । যার মধ্যে আছে কিছু ইলেকট্রন, যাকে তরমুজের বীজগুলোর সাথে তুলনা করা যায় । যারা সেই পরমাণুর তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, ঠিক যেমন তরমুজের বীজগুলো তরমুজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে । আর হাইড্রোজেন পরমাণু দেখতে একটা কিচমিচের মত । যার মধ্যে একটা মাত্র বীজ থাকে । যাকে হাইড্রোজেন পরমাণুর একমাত্র ইলেকট্রন বিবেচনা করা যায় । তার এসব ব্যাখ্যার জন্য থমসনের এই মডেলকে বলা হয়- তরমুজ বা কিচমিচ মডেল ।

থমসনের মডেল সবাইকে খুশি করতে পারলেন না । অনেকগুলো ত্রুটি রয়েই গেল । এবার চলেন রাদারফোর্ড । দুজন সহকারী- গাইগার এবং মার্সদেনকে সাথে নিয়ে একটা পরীক্ষণ চালালেন । দেখতে চেষ্টা করলেন, এই পরমাণুর মধ্যে কি আছে । যার জন্য তিনি একটা পরমাণুর মধ্যদিয়ে আলফা রশ্মি চালালেন এবং তিনি চাঞ্চল্যকর তথ্যই খুজে পেলেন ।

রাদারফোর্ডের পরমাণু মডেল

  1. সকল পরমাণু অতিশয় ক্ষুদ্র গোলাকৃতি কণা । এর দুটি অংশ রয়েছে । একটি হল কেন্দ্র বা নিউক্লিয়াস এবং অন্যটি নিউক্লিয়াসের বাইরের অঞ্চল ।
  2. পরমাণুর কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জবিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান । যাকে পরমাণুর কেন্দ্র বা নিউক্লিয়াস বলে । পরমাণুর মোট আয়তনের তুলনায় এই নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য ।
  3. পরমাণুর প্রায় সবটুকু ভরই এর নিউক্লিয়াসে পুঞ্জীভূত অবস্থায় আছে । তাই মোটামুটিভাবে নিউক্লিয়াসের ভরই পারমাণবিক ভর বা পরমাণুটির সামগ্রিক ভর ।
  4. সৌরমন্ডলে সূর্যের চারদিকে আবর্তনীয় গ্রহসমুহের মত পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে কক্ষপথে কতগুলো ঋণাত্মক কণিকা সর্বদা ঘূর্ণায়মান থাকে । এদের ইলেকট্রন বলে ।
  5. পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ । তাই এর কেন্দ্রে ধনাত্মক চার্জের সংখ্যা এবং নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণরত ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের সমান ।
  6. নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে বিরাজিত কেন্দ্রমুখী স্থির বিদ্যুৎ আকর্ষণ বল ও ঘূর্ণনের ফলে সৃষ্ট কেন্দ্রবিমুখী বলের মান সমান ও বিপরীতমুখী ।

রাদারফোর্ড পরমাণুর অনেক আচরণ এবং গঠন প্রায় পুরোপুরি ব্যাখ্যা করতে সক্ষম হয়েছিলেন । কিন্তু তাতেও কিছু সীমাবদ্ধতা বের করলেন নিলস বোর । রাদারফোর্ডের সমচেয়ে বড় ত্রুটি ছিল, তার মডেল অনুসারে পরমাণুর স্থায়িত্ব দেয়া সম্ভব হয়না । কিন্তু নিলস বোর তার মডেলের মাধ্যমে পরমাণুকে স্থায়িত্ব দিতে সক্ষম হলেন ।

বোরের পরমাণু মডেল

নিলস বোর তার মডেল কুলম্বের স্থির তড়িৎ বলের সূত্র এনে পরমাণুকে স্থায়িত্ব দিতে সক্ষম হলেন । পাশাপাশি তিনি পরমাণুর বর্নালী সম্পর্কে ধারনা দিলেন । এছাড়া ইলেকট্রনগুলোর নিউক্লিয়াসের চারদিকে ঘুর্ণনের জন্য বৃত্তাকার রাস্তা বা শক্তিস্তরেরও ধারনা দিয়েল । তিনি দেখালেন, পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে ঘুর্ণায়মান ইলেকট্রনগুলো শক্তি শোষণ করে এক শক্তিস্তর থেকে তার উপরের শক্তিস্তরে যেতে পারে এবং শক্তি বিকিরণ করে আবার নিচের শক্তিস্তরে আসতে পারে । ইলেকট্রনটি এই কাজের সক্ষম হলেও, এই শোষণ এবং বিকিরণে একটি করে বর্নালী বা দাগের সৃষ্টি হয় । যাদেরকে শোষণ এবং বিকিরণ বর্নালী বলা হয় ।

পরমাণুকে স্থায়িত্ব দিতে পারলেও যে বর্নালীর কথা তিনি তুলে ধরলেন, সেটাকে তিনি পুরোপুরি ব্যাখ্যা করতে সক্ষম হলেন না । কারণ ইলেকট্রন শক্তি শোষণ বা বিকিরণ করে এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে গেলে একটি করে বর্নালী তৈরি হওয়ার কথা থাকলেও সেখানে অনেকগুলো বর্ণালী দেখা যায় । যার সুস্পষ্ট ব্যাখ্যা নিলস বোর দিতে সক্ষম হননি । তাই এবার প্রয়োজন হল- কোয়ান্টাম মডেলের ।

কোয়ান্টাম মডেল

এবার এই মডেলটি পরমাণুকে প্রায় পুরোপুরি ব্যাখ্যা করতে শুরু করলেন । কোয়ান্টাম মডেলটি আবার দুটি প্রধান সূত্রের উপর প্রতিষ্ঠিত ।

  1. কণা তরঙ্গ দ্বিত্বতা । 
  2. হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি ।

পরমাণুর মডেলটি সহ এখন প্রকৃতির সকল ঘটনায় পুঙ্খানুপুঙ্খ রুপে ব্যাখ্যা করতে পারলেও, এই মডেল এখনও সহজলভ্যতা পায়নি । কারণ কম বেশি সবাই কোয়ান্টাম মডেলকে এড়িয়ে যেতে চান । হয়তো এটাকে কিছুটা দুর্বোধ্য মনে করেন ।


জিওন আহমেদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ