কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল

আপনি যদি একটি বস্তুকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরানোর চেষ্টা করেন, এটি নিশ্চয়ই ঘুরবে । প্রশ্ন হল কেন ঘুরবে ? বলটি তো ছিটকে চলে যাওয়ার কথা ছিল অথবা সুতার টানে আপনার হাতের কাছেই চলে আসার কথা ছিল । কেন দুইটি ঘটনার কোনটিই ঘটলো না ? বিষয়টির গাণিতিক উত্তর হবে, আপনি যখন যখন বস্তুটিকে ঘুরান, বস্তুটির এই বেগের জন্য বস্তুটি বাইরের দিকে ছিটকে চলে যেতে চায় যার দরুণ যেকোনো মুহূর্তে সুতাটি কেটে দিলে বস্তুটি স্পর্শক বরাবর চলে যায় এই বলের দিক বৃত্তের কেন্দ্র থেকে বস্তুটির তাৎক্ষণিক অবস্থানরত বিন্দুর দিক বরাবর বৃত্তের বাইরের দিকে । যাকে বলা হয়, কেন্দ্র বিমুখী বল । আর যে সুতায় বেঁধে ঘুরানো হচ্ছে তার টান যাকে বলা হয় কেন্দ্রমুখী বল । এই দুই বল সমান বিধায়, বস্তুটি এর বৃত্তাকার পথের মধ্যে সীমাবদ্ধ থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে । অনেকের মনেই হয়ত প্রশ্ন জাগতে পারে, সুতা কেটে দিলে তো বস্তুটি স্পর্শক বরাবর চলে যায় অথবা যেকোনো মুহূর্তে বেগের দিক তো বৃত্তের স্পর্শক বরাবর । তাহলে কেন্দ্রবিমুখী বলের দিক কেন কেন্দ্র থেকে পরিধি বরাবর সোজা বাহিরের দিকে বা স্পর্শকের উপর লম্ব বরাবর ? এই প্রশ্নের উত্তর আমরা তাত্ত্বিকভাবেই পেতে পারি ।

জিওন আহমেদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ