আদর্শ গ্যাস অণুগুলোর গড় মুক্ত পথ

কোন একটা পাত্রে যখন গ্যাসের অনুগুলো অবস্থান করে তখন তারা একে অপরের থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রেখে অবস্থান করে এবং ছুটতে থাকে । অণুগুলো সোজা ছুটতে থাকে, যতক্ষণ না অন্য একটি অণুর সাথে তাদের সংঘর্ষ হয় । একটা অণুর সাথে ধাক্কা খাওয়ার পর অণুটি যেদিকে ছিটকে যায়, অণুটি আবার সেইদিক বরাবর ছুটতে থাকে । এভাবে গ্যাসের অণুগুলো একে অপরের সাথে ধাক্কা খেয়ে খেয়ে চলতে থাকে । তবে দুইটা ধাক্কার মধ্যবর্তী যে সময়টিতে তারা ছোটে, সেই সময়ে অণুগুলো সোজা চলে । এর মাঝে তারা বেঁকে যায়না । দুইটা ধাক্কার মধ্যবর্তী এই সরল পথটুকুকে বলা হয় মুক্ত পথ ।

অণুগুলো কখনও সামান্য একটু দূরত্ব অতিক্রম করেই অন্য একটি অণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়, আবার কখনও এই দূরত্ব বেশি হয় । যেহেতু এভাবে অনেকগুলো অণু প্রতিনিয়ত ছুটে চলেছে, তাই আমরা এই ছোট বড় মুক্ত পথগুলোকে আলাদা করে পরিমাপ করতে পারিনা । আমরা এদের গড় মান নির্ণয় করি । যাকে আমরা গড় মুক্ত পথ বলে জানি ।

তাহলে বিষয়টি দাঁড়াল, দুইটা ধাক্কার মধ্যবর্তী সময়ে অণুগুলো সরল পথে চলে । যাকে বলা হয় মুক্ত পথ । গ্যাসের অণুগুলো গড়ে এই অতিক্রান্ত সরল পথটুকুকে আমরা বলি গড় মুক্ত পথ ।

জিওন আহমেদ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ