হিলিয়াম
পর্যায় সারণির দ্বিতীয় মৌল হিলিয়াম । যা প্রথম সারির ১৮ নাম্বার কলামে অবস্থিত ।
নাম | হিলিয়াম (Helium) |
প্রতিক | He |
পারমানবিকসংখ্যা | 2 |
পারমানবিক ভর | 4.002602 |
ইলেকট্রন বিন্যাস | 1s2 |
আইসোটোপ | হিলিয়াম - 2 (ডিপ্রোটন)(ভর সংখ্যা - 2) হিলিয়াম - 3 (ভর সংখ্যা - 3) হিলিয়াম - 4 (ভর সংখ্যা - 4) হিলিয়াম - 5 - (ভর সংখ্যা - 5) হিলিয়াম - 6 (ভর সংখ্যা - 6) হিলিয়াম - 7 (ভর সংখ্যা - 7) হিলিয়াম - 8 (ভর সংখ্যা - 8) হিলিয়াম - 9 (ভর সংখ্যা - 9) হিলিয়াম - 10 (ভর সংখ্যা - 10) |
ঘনত্ব | 0.0164 g/mL |
পরমাণুর ব্যাসার্ধ | 31 pm |
ইলেকট্রন আসক্তি | -48 kJ/mol |
তড়িৎ ঋণাত্মকতা | 0 |
আয়নিকরন শক্তি | প্রথম আয়নিকরন শক্তি - 2372.3 kJ/mole দ্বিতীয় আয়নিকরন শক্তি - 5250.5 kJ/mole |
গলনাংক | −272.2 °C |
স্ফুটনাংক | −268.9 °C |
উৎস | ভূ-গর্ভের প্রাকৃতিক তেজস্ক্রিয় পদার্থ ইউরেনিয়াম এবং থোরিয়ামের ক্ষয়ের মাধ্যমে হিলিয়াম তৈরি হয় । ওজনের দিক থেকে সূর্য্যের ২৫ ভাগ উপাদান হিলিয়াম । |
অন্যান্য | বায়ুমন্ডলের চেয়ে হালকা হওয়ায় হিলিয়াম গ্যাস ভর্তি বেলুন আপনা আপনি উপরের দিকে উঠতে থাকে । |
0 মন্তব্যসমূহ