হাইড্রোজেন
পর্যায় সারণির প্রথম মৌল হাইড্রোজেন । যা প্রথম সারির প্রথম কলামে অবস্থিত ।
নাম | হাইড্রোজেন (Hydrogen) |
প্রতিক | H |
পারমানবিকসংখ্যা | 1 |
পারমানবিক ভর | 1.00784 |
ইলেকট্রন বিন্যাস | 1s1 |
আইসোটোপ | প্রোটিয়াম - (ভর সংখ্যা - 1) ডিউটেরিয়াম - (ভর সংখ্যা - 2) টিট্রিয়াম - (ভর সংখ্যা - 3) হাইড্রোজেন-4 - (ভর সংখ্যা - 4) হাইড্রোজেন-5 - (ভর সংখ্যা - 5) হাইড্রোজেন-6 - (ভর সংখ্যা - 6) হাইড্রোজেন-7 - (ভর সংখ্যা - 7) |
ঘনত্ব | 0.08988 g/L |
পরমাণুর ব্যাসার্ধ | 0.208 nm |
ইলেকট্রন আসক্তি | 72.8 kJ/mol |
তড়িৎ ঋণাত্মকতা | 2.20 |
আয়নিকরন শক্তি | 1312 kJ/mole |
গলনাংক | −259.16 °C |
স্ফুটনাংক | −252.879 °C |
উৎস | ফসিল ফুয়ের থেকে প্রচুর পরিমান হাইড্রোজেন পাওয়া যায় । বিশেষত প্রাকৃতিক গ্যাস । মহাবিশ্ব সৃষ্টির সময় যখন সবকিছু উত্তপ্ত এবং ঘন ছিল, তখন এই নিম্ন ভর বিশিষ্ট হাইড্রোজেন তৈরি হয় । |
অন্যান্য | বোর পরমাণু মডেলে প্রথম পরমাণু হিসেবে হাইড্রোজেনকে ব্যাখ্যা করা হয় । |
0 মন্তব্যসমূহ