নাইট্রোজেন

নাইট্রোজেন

পর্যায় সারণির সপ্তম মৌল নাইট্রোজেন । এটি দ্বিতীয় সারির পঞ্চদশ কলামে অবস্থিত ।

 নাম  নাইট্রোজেন (Nitrogen)
 প্রতিক  N
 পারমানবিকসংখ্যা  7
 পারমানবিক ভর  14.0067
 ইলেকট্রন বিন্যাস  1s2 2s2 2p3
 আইসোটোপ  নাইট্রোজেন - 10 - (ভর সংখ্যা - 10)
 নাইট্রোজেন - 11 - (ভর সংখ্যা - 11)
 নাইট্রোজেন - 12 - (ভর সংখ্যা - 12)
 নাইট্রোজেন - 13 - (ভর সংখ্যা - 13)
 নাইট্রোজেন - 14 - (ভর সংখ্যা - 14)
 নাইট্রোজেন - 15 - (ভর সংখ্যা - 15)
 নাইট্রোজেন - 16 - (ভর সংখ্যা - 16)
 নাইট্রোজেন - 17 - (ভর সংখ্যা - 17)
 নাইট্রোজেন - 18 - (ভর সংখ্যা - 18)
 নাইট্রোজেন - 19 - (ভর সংখ্যা - 19)
 নাইট্রোজেন - 20 - (ভর সংখ্যা - 20)
 নাইট্রোজেন - 21 - (ভর সংখ্যা - 21)
 নাইট্রোজেন - 22 - (ভর সংখ্যা - 22)
 নাইট্রোজেন - 23 - (ভর সংখ্যা - 23)
 নাইট্রোজেন - 24 - (ভর সংখ্যা - 24)
 নাইট্রোজেন - 25 - (ভর সংখ্যা - 25)
 ঘনত্ব  0.8064 g/mL
 পরমাণুর ব্যাসার্ধ  65 pm
 ইলেকট্রন আসক্তি  -6.8 kJ/mol
 তড়িৎ ঋণাত্মকতা  3.04
 আয়নিকরন শক্তি  প্রথম আয়নিকরন শক্তি - 1402.3 kJ/mole
 দ্বিতীয় আয়নিকরন শক্তি - 2856 kJ/mole
 তৃতীয় আয়নিকরন শক্তি - 4578.1 kJ/mole
 চতুর্থ আয়নিকরন শক্তি - 7475.0 kJ/mole
 পঞ্চম আয়নিকরন শক্তি - 9444.9 kJ/mole
 ষষ্ট আয়নিকরন শক্তি - 53,266.6 kJ/mole
 সপ্তম আয়নিকরন শক্তি - 64,360 kJ/mole
 গলনাংক  −209.86 °C
 স্ফুটনাংক  −195.8 °C
 উৎস  নাইট্রজেনের প্রধান এবং সবচেয়ে বড় উৎস হল আমাদের বায়ুমন্ডল ।
 আমাদের বায়ুমন্ডলের 78 শতাংশই নাইট্রোজেন ।
 অন্যান্য  নাইট্রোজেনকে তরল করতে চাইলে আমাদের − 196 °C তাপমাত্রায় পৌঁছাতে হবে । যা অত্যন্ত কঠিন এবং ব্যয় সাপেক্ষ ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ