ফ্রিজ থেকে সদ্য বরফ বের করে নিয়ে আসলে আমরা
বরফ থেকে ধোঁয়া বা ধোঁয়ার মত কিছু ঊড়তে দেখি । আমরা এখানে কি দেখি ? কেন দেখি ?
আমরা যখন ফ্রিজ থেকে বরফ বের করি, তার
তাপমাত্রা থাকে পরিবেশের তাপমাত্রার থেকেও অনেক কম । যখন আমরা বরফ বাইরে নিয়ে আসি,
তখন আশেপাশের জলীয় বাস্প ঠান্ডা বরফের সংস্পর্শে আসার ফলে তাদের অণুগুলো কাছাকাছি
আসতে শুরু করে । যেহেতু গ্যাসীয় পদার্থ তথা জলীয়বাস্পের অণুগুলো অনেক দূরে দূরে
থাকে এবং আমরা তাদের দেখতে পারিনা । কিন্তু বরফের সংস্পর্শে আসার কারণে তারা যখন
কাছাকাছি আসে, তাদেরকে আমরা তখন ধোঁয়ার মত দেখি । ঠিক যেমন শীতকালে আমরা কুয়াশা
দেখে থাকি । তার মানে দাঁড়াল- আমরা বরফ থেকে যে ধোঁয়া উড়তে দেখি, তা আসলে ধোঁয়া নয়
। এগুলো আসলে বেশি ঘনত্বের জলীয়বাস্প । যা বরফ থেকে তৈরি হচ্ছেনা বরং পরিবেশ থেকেই
তৈরি হচ্ছে । অথবা এভাবেও বলতে পারি, বরফের উপস্থিতিতে পরিবেশ তার প্রতিক্রিয়া
দেখাচ্ছে ।
0 মন্তব্যসমূহ