পরমাণুর গঠন সংক্রান্ত আউফবাউ নীতি হল- ইলেকট্রন
প্রথমে নিম্ন শক্তি বিশিষ্ট অরবিটালে প্রবেশ করবে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তি
সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে । নিম্ন শক্তিস্তরে অধিক স্থিতিশীলতা থাকার কারণে
ইলেকট্রন অরবিটালে প্রবেশের ক্ষেত্রে এরুপ ধারাবাহিকতা মেনে চলে ।
আউফবাউ নীতিতে অরবিটালের শক্তি নির্ণয়ের
ক্ষেত্রে শক্তি নির্ণয়ের সূত্রটি হল-
E = n + l
যেখানে n হল - যেকোন অরবিটালের
প্রধান শক্তিস্তরের নাম্বার বা প্রধান কোয়ান্টাম সংখ্যা ।
l হল শক্তিস্তরের সহকারী কোয়ান্টাম সংখ্যার মান । যা-
- s অরবিটালের জন্য, l = 0
- p অরবিটালের জন্য, l = 1
- d অরবিটালের জন্য, l = 2
- f অরবিটালের জন্য, l = 3
যেমন- আমরা যদি 3s অরবিটালের শক্তি নির্ণয়
করি-
3s এর জন্য, n = 3 এবং l = 0
তাহলে শক্তি, E = n + l = 3 + 0 = 3
একইভাবে, 4d এর জন্য, E = n + l = 4 + 2 = 6
পর্যায় সারণির সবগুলো মৌলের ইলেকট্রন
বিন্যাসের জন্য আমাদের মোট 7 টি প্রধান কক্ষপথ রয়েছে । এদের মধ্যে-
- K তম শক্তিস্তরের জন্য, n = 1 ; যাতে অরবিটাল আছে - 1s
- L তম শক্তিস্তরের জন্য, n = 2 ; যাতে অরবিটাল আছে - 2s 2p
- M তম শক্তিস্তরের জন্য, n = 3 ; যাতে অরবিটাল আছে - 3s 3p 3d
- N তম শক্তিস্তরের জন্য, n = 4 ; যাতে অরবিটাল আছে - 4s 4p 4d 4f
- O তম শক্তিস্তরের জন্য, n = 5 ; যাতে অরবিটাল আছে - 5s 5p 5d 5f
- P তম শক্তিস্তরের জন্য, n = 6 ; যাতে অরবিটাল আছে - 6s 6p 6d 6f
- Q তম শক্তিস্তরের জন্য, n = 7 ; যাতে অরবিটাল আছে - 7s 7p 7d 7f
শক্তির ক্রম অনুসারে সাজালে এদের মধ্যে যে
ক্রমটি আমরা পাব, তা হল-
1s < 2s < 2p < 3s < 3p < 4s
< 3d < 4p < 5s < 4d < 5p < 6s < 4f < 5d < 6p < 7s
< 5f < 6d < 7p
তবে কখনও যদি দুইটি শক্তিস্তরের শক্তির মান
সমান হয়, তবে যে শক্তিস্তরের n এর মান কম, তাতে ইলেকট্রন আগে প্রবেশ করবে ।
যেমন-
- 4s এর জন্য শক্তি, E = 4
- 3p এর জন্য শক্তি, E = 4
এই দুইটি অরবিটালের শক্তি সমান । তাহলে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে ? 3p তে ! কারণ 4s এবং 3p এর শক্তি সমান । যেহেতু 3p অরবিটালের n এর মান কম (n = 3), তাই 3p অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে ।
শক্তির ক্রম অনুসারে ইলেকট্রন বিন্যাস করলেও
আরও একটি বিষয় আমাদের মাথায় রাখতে হবে ।
- কোন অরবিটাল ইলেকট্রন দিয়ে পূর্ণ হলে, সেটি সবচেয়ে বেশি স্থিতিশীল ।
- কোন অরবিটাল ইলেকট্রন দিয়ে অর্ধপূর্ণ হলে, সেটি মোটামুটি স্থিতিশীল ।
- কোন অরবিটাল ইলেকট্রন দিয়ে পূর্ণ অথবা অপূর্ণ কোনটিই না থাকলে, সেটি সবচেয়ে কম স্থিতিশীল ।
যেহেতু ভিতরের শক্তিস্তরগুলো পূর্ণ থাকে,
তাই সবচেয়ে বাইরের শক্তি ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা অরবিটালটিকে পূর্ণ অথবা
অর্ধপূর্ণ করার চেষ্টা করব ।
অনেকেই মনে করতে পারেন, আউফবাউ কোন বিজ্ঞানী কিংবা গবেষকের নাম । কিন্তু না ! আউফবাউ একটি জার্মান শব্দ । যার অর্থ- নির্মাণ করা বা উপরে ওঠা ।
জিওন আহমেদ
চট্টগ্রাম, বাংলাদেশ
0 মন্তব্যসমূহ