শিলাবৃষ্টির বরফ কিভাবে তৈরি হয় ?

অনেকের মনেই এমন প্রশ্ন আসে, আকাশ থেকে যে শিলাবৃষ্টি পড়ে সেখানে বরফের টুকরোগুলো কিভাবে তৈরি হয় ? আবার আকাশে যদি এগুলো এত শক্ত অবস্থায় থাকে, তাহলে এগুলো প্লেনের সাথে ধাক্কা খায় না কেন ?

মেঘ হল ঘনীভূত জলীয়বাষ্প । নদী বা সাগরের পানি সূর্যের তাপে জলীয় বাষ্পে পরিণত হয় । জলীয় বাষ্প বাতাসের চেয়ে হালকা হওয়ায় তা উপরের দিকে উঠতে থাকে এরপর সেগুলো একত্রিত হয়ে মেঘের সৃষ্টি করে এরা বাতাসের সাথে একজায়গা থেকে অন্য জায়গায় চলে যায় আবার এই জলীয়বাষ্প উপরে উঠে তাপ হারিয়ে পানিতে পরিণত হয় । তখন এসব পানি বৃষ্টি হিসেবে মাটিতে পড়ে । শিলাবৃষ্টি হয় প্রচণ্ড গরম আবহাওয়ার পর কারণ আবহাওয়া বেশি গরম হলে, জলীয়বাষ্পের কণাগুলোর পারস্পরিক দূরত্ব আরও বাড়তে থাকে । ফলে জলীয়বাষ্প বেশি হালকা হয়ে যায় সাধারনের তুলনায় বেশি হালকা হওয়ায় অনেক দ্রুত গতিতে এরা উপরে উঠতে থাকে । দ্রুত গামী এই বাষ্প মেঘ হয়ে বায়ুমণ্ডলের এমন স্তরে পৌঁছে যায় যেখানে তাপমাত্রা খুবই কম

শিলাবৃষ্টির বরফ

এভাবে জলীয়বাষ্প বা মেঘ যখন বায়ুমন্ডলের অত্যন্ত শীতলতর স্থানে প্রবেশ করে তখন জলীয়বাষ্পের কণা থেকে পানি এবং পানির কণাগুলো ধীরে ধীরে বরফে পরিণত হয় । একপর্যায়ে এই বরফের টুকরোগুলো বৃষ্টির সাথে ভূপৃষ্ঠে পতিত হয় মুলত এটাই শিলাবৃষ্টি । আকাশে বরফগুলো নেক বড় থাকলেও নিচে পড়তে পড়তে এগুলো গলে ছোট হয়ে যায় ফলে আমরা শিলাবৃষ্টিতে যে বরফ দেখি, তা আকারে অনেক ছোট হয় ।

এখন ঝড় বৃষ্টি যাই হোক না কেন, সেটা হয় মেঘ ও পৃথিবীপৃষ্ঠের মাঝামাঝি অঞ্চলে । তাই কোন বিমান চলন্ত অবস্থায় ঝড় বৃষ্টি শুরু হলে বিমানটি মেঘের ওপরে উঠে যায় । সেখানের বাতাসে যদিও ঝড় বৃষ্টির কিছুটা প্রভাব থাকে তবে সেটা কম তাই সাধারণ ঝড় বা শিলাবৃষ্টির মধ্যে চলাচল বা উড্ডয়ন-অবতরন করতে বিমানের তাই তেমন বেগ পেতে হয় না

জিওন আহমেদ
চট্টগ্রাম, বাংলাদেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ