ধাতব ধর্ম কি ?
যেসব মৌল এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ
করে ধণাত্মক আয়নে পরিণত হয় সেসব মৌলকে ধাতু বলা হয় । ধাতুর
ইলেকট্রন ত্যাগের এই ধর্মই হচ্ছে তার ধাতব ধর্ম । যেসব পরমাণু যত সহজে তার বহিস্থ শক্তিস্তরের এক বা একাধিক
ইলেকট্রন ত্যাগ করতে পারে সেসব পরমাণুর ধাতব ধর্ম তত বেশি ।
ধাতব ধর্মের পর্যায়বৃত্ততা
পর্যায়
সারণির প্রথম গ্রুপের মৌলগুলো সর্বশেষ শক্তিস্তরে একটি মাত্র ইলেকট্রন থাকায় এরা
সহজেই সেটি ত্যাগ করে নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে ধনাত্মক
আয়নে পরিণত হয় । তাই এদের ধাতব ধর্ম বেশি । দ্বিতীয় গ্রুপের ক্ষেত্রে মৌলগুলোর
সর্বশেষ শক্তিস্তরে দুইটি ইলেকট্রন থাকে যা ত্যাগ করা প্রথম গ্রুপের তুলনায় বেশি
শক্তি সাপেক্ষ । তাই প্রথম গ্রুপের তুলনায় এদের
ধাতব ধর্ম কিছুটা কম । এভাবেই পর্যায় সারণির একই পর্যায়ের
বাম থেকে ডান দিকে গেলে মৌলগুলোর ধাতব ধর্ম কমতে থাকে ।
আবার
যেহেতু যার জন্য ইলেকট্রন ত্যাগ করার যত সহজ সে তত সক্রিয় ধাতু, তাই পর্যায় সারণির
একই গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে পরমাণুর আকার বাড়তে থাকে বিধায় সর্বশেষ
শক্তিস্তরের ইলেকট্রনের উপর এদের নিউক্লিয়াসের আকর্ষন তুলনামূলক কম থাকে । ফলে
সহজেই এরা সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন ত্যাগ করতে পারে । তাই একই গ্রুপের উপর
থেকে নিচের দিকে যেতে থাকলে পরমাণুর আকার বাড়ার সাথে সাথে ধাতব ধর্ম বাড়তে থাকে ।
0 মন্তব্যসমূহ