বৈদ্যুতিক আবেশ কী ?
কোন একটি অনাহিত বা অচার্জিত বস্তুকে আহিত বা চার্জিত বস্তুর সংস্পর্শে বা কাছে আনলে দেখা যায় অনাহিত বস্তুটি আহিত হয় । ঠিক যেমন চুম্বকের পাশে
একটি লোহাকে আনলে লোহাটিও চুম্বকের মত আচরণ করে । একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র এর উপস্থিতিতে
কোন অনাহিত বস্তুকে আহিত করার এই
পদ্ধতিকে তড়িৎ আবেশ বা বৈদ্যুতিক
আবেশ বলে ।
সাধারণত দুটি বস্তুর পারস্পরিক ঘর্ষণের ফলে আধানের উদ্ভব হয় । আবার আহিত বস্তুকে অনাহিত বস্তুর
সংস্পর্শে আনলেও
অনাহিত বস্তুটি আহিত হয় । কারণ এক্ষেত্রে
চার্জিত বস্তু থেকে কিছু চার্জ অচার্জিত বস্তুতে চলে যায় । কিন্তু এই প্রক্রিয়ায় অনাহিত বস্তুকে আহিত বস্তুর
সংস্পর্শে না এনেই
শুধুমাত্র কাছাকাছি
নিয়ে এলেই এটি আহিত হয় ।
বৈদ্যুতিক আবেশ কেন সংগঠিত হয় ?
আগেই বলেছি আহিত বস্তুর কাছে অনাহিত বস্তু
আনলে সেটি আহিত হয় । বৈদ্যুতিক আবেশ কেন সংগঠিত হয় তা জানার আগে এটা জানা জরুরী,
আবিষ্ট হওয়ার জন্য অনাহিত বস্তুটিকে আহিত বস্তুর ঠিক কতটা কাছে আসতে হয় ? অনাহিত
বস্তুটি আহিত বস্তুর দ্বারা আহিত হবে তখনই যখন অনাহিত বস্তুটি আহিত বস্তুর ফিল্ডের
মধ্যে চলে আসবে । ফিল্ড হল সেই ক্ষেত্রফল টুকু, যুতটুকু পর্যন্ত আহিত বস্তুর
আধিপত্য ছিল ।
যখনই কোন পরিবাহী অনাহিত বস্তু আহিত বস্তুর
ফিল্ডের মধ্যে অলে আসবে তখন আহিত বস্তুর কাল্পনিক বলরেখা গুলো অনাহিত বস্তুর
মধ্যদিয়ে প্রবাহিত হওয়া শুরু করবে । যার ফলে অনাহিত বস্তুটিও আহিত হবে ।
0 মন্তব্যসমূহ