ইলেকট্রন আসক্তি কাকে বলে ?
পরমাণু
থেকে ইলেকট্রন বের করে নিতে যেমন শক্তির প্রয়োজন হয়, তেমনি কোন মৌলকে ইলেকট্রন
দিলেও সেই মৌল থেকে শক্তি নির্গত হয় । আয়নীকরণ শক্তির মত এক্ষেত্রেও যেহেতু একটি
পরমাণুকে আলাদাভাবে চিন্তা করা সম্ভব নয় তাই আমরা এক্ষেত্রেও একটি পরমাণু না নিয়ে
এক মোল পরমাণু নেব । তাহলে- গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে
এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল একক ঋণাত্মক আয়নে পরিণত করলে সেই মৌল থেকে যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ঐ মৌলের ইলেকট্রন আসক্তি বলে ।
ইলেকট্রন আসক্তির পর্যায়বৃত্ততা
পরমানুর আকার যত
বাড়তে থাকে, ইলেকট্রন আসক্তি তত হ্রাস পায় । নিউক্লিয়াসে চার্জ বৃদ্ধিতে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায় । যেহেতু একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে মৌলের আকার হ্রাস পায়, তাই একই পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে ইলেকট্রন
আসক্তি বৃদ্ধি পায় । আবার একই গ্রুপের ওপর থেকে নীচের দিকে
গেলে পরমাণুর আকার বৃদ্ধির সাথে সাথে ইলেকট্রন আসক্তিও হ্রাস পায় ।
0 মন্তব্যসমূহ