ফ্যানের পাখা জোরে বা আস্তে ঘুরলে বিদ্যুৎ বিল কম বা বেশি ওঠা

বৈদ্যুতিক পাখা আস্তে ও জোরে চালালে উভয়ক্ষেত্রেই সমান বিদ্যুৎ খরচ হয়" এমন কথা আমরা প্রায়ই শুনে থাকলেও এ কথার সত্যতা নেই । বিল সমান আসবে নাকি কম আসবে সেটা আসলে নির্ভর করছে যে রেগুলেটর দিয়ে ফ্যানটি নিয়ন্ত্রণ করা হচ্ছে তার উপর । বাজারে সাধারণত দুই ধরণের রেগুলেটর পাওয়া যায় । একটি ইলেকট্রিক্যাল রেগুলেটর, অন্যটি ইলেকট্রনিক রেগুলেটর । এদের মধ্যে ইলেকট্রিক্যাল রেগুলেটর ব্যবহার করে ফ্যানের গতি কমিয়ে আনলেও বিদ্যুৎ বিল একই আসবে । কিন্তু ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহার করে ফ্যানের গতি কমালে বিদ্যুৎ বিল বল আসবে । চলুন কারণ জেনে নেওয়া যাক ।

ইলেকট্রিক্যাল রেগুলেটর

এই রেগুলেটর গুলোতে পাখার গতি তথা ভোল্টেজ হ্রাস করার জন্য রোধ বসানো থাকে । যখন পাখার ভোল্টেজ কমানো হয় তখন রোধটি উত্তপ্ত হয়ে ওঠে আর বিদ্যুৎ সরবরাহ কমার কারণে পাখার গতিও কমে যায় । কিন্তু এর ফলে পাখার ভোল্টেজ তথা গতি কমিয়ে যে বিদ্যুৎ বাঁচানো হয়, সেই বিদ্যুৎ এই রোধ-মধ্যস্থ তাপশক্তিতে রূপান্তরিত হয়ে যায় । অর্থাৎ শেষ পর্যন্ত এই রেগুলেটরের মাধ্যমে পাখার গতি কমিয়ে বিদ্যুৎ খরচ বিশেষ কমে না বললেই চলে

ইলেকট্রনিক রেগুলেটর

এই রেগুলেটরগুলিতে পাখার ভোল্টেজ হ্রাস করার জন্য মূলত ট্রায়াক থাকে যার গেটে ট্রিগার নিয়ন্ত্রণ করে ফ্যানের ভোল্টেজের সাইন ওয়েভকে নিয়ন্ত্রণ করা হয় ভোল্টেজের আরএমএস ভ্যালুকে পরিবর্ত করে ফ্যানের গতি নিয়ন্ত্রণ করা হয় । এইগুলি কখনই গরম হয়ে ওঠে না ফলে পাখা যখন কম গতিতে চলে তখন যথেষ্ট বিদ্যুৎ সাশ্রয় হয় । সাধারণত ইলেকট্রনিক রেগুলেটরগুলি ইলেক্ট্রিক রেগুলেটরগুলির থেকে প্রায় ৪০ শতাংশ বেশী বিদ্যুত সাশ্রয়ী তাই আজকাল সর্বত্র ইলেকট্রিক্যাল রেগুলটরগুলোর ব্যবহার তেমন দেখা যায়না ।

তাই বৈদ্যুতিক পাখা কম গতিতে চালালে বিদ্যুৎ খরচ তখনই কম হবে যখন ইলেকট্রিক্যাল রেগুলেটরের পরিবর্তে ইলেকট্রনিক রেগুলেটর ব্যবহৃত হবে

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

  1. বিদ্যুতিক পাখা ধীরে এবং গতিতে চলার মধ্যে কোন পদ্ধতিতে
    বিদ্যুৎ বিল কম আসে

    উত্তরমুছুন