সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন
হোয়াইট হাউসে দাঁড়িয়ে মহাকাশের একটি ছবি প্রকাশ করেছেন । যেটিকে ৪৬০ কোটি বছর আগের
ছবি বলে দাবী করা হয়েছে । এখন বিজ্ঞান মনস্ক অনেকের মনে প্রশ্ন জেগেছে, আজকে প্রকাশিত এই
ঐতিহাসিক ছবিটি ৪.৬ বিলিয়ন বা
৪৬০ কোটি বছরের আগের হওয়া কিভাবে
সম্ভব ?
এই বিষয়টি বুঝতে
হলে আমাদের আলোক সময় সম্পর্কে জানতে হবে ।
আমরা জানি, মহাবিশ্বের এই বিশাল থেকে বিশালতর দূরত্বকে আলোকবর্ষ দিয়ে প্রকাশ করা হয় ।
এখন
বলি আলোক সময় আসলে কি ?
সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় ৮ মিনিট ১৯ সেকেন্ড । আলোক সময়ের হিসেবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব
৮.৩১ মিনিট আলোক সময়। আলোর গতির সাথে এই দূরত্ব হিসেব করা হয় । তাহলে পৃথিবী থেকে এই মুহুর্তে আমরা সূর্যের যে অবস্থা দেখছি তা সূর্যে ঘটে
গেছে ৮ মিনিট ১৯ সেকেন্ড আগে । সূর্যে
ঘটে যাওয়া ঘটনা পৃথিবীতে আসতে সময় নেয় ৮ মিনিট ১৯ সেকেন্ড। মূলত আমরা
অতীত দেখতে পাই ।
এখন
আসি আলোক বর্ষে ।
আলো এক বছর সময়ে যতটুকু পথ অতিক্রম
করতে পারে তাকে বলা হয় ১ আলোক বর্ষ । ১ আলোক
বর্ষ = ৯.৪৬১×১০^১২ কিলোমিটার । এই বিশাল
মহাবিশ্বের দূরত্ব যদি আমরা সাধারণ কি.মি. প্রকাশ করতে যাই তাহলে অনেক ঝামেলা পোহাতে
হবে ।
জেমস ওয়েব টেলিস্কোপ |
আমাদের
সৌর জগতের সবচেয়ে কাছে নক্ষত্র প্রক্সিমা সেন্টোরি । পৃথিবী থেকে এর দূরত্ব ৪.২৪ আলোক বর্ষ । অর্থাৎ এই তারার আলো পৃথিবীতে আসতে সময় নেয় ৪
বছর ৩ মাস প্রায় । আমরা মূলত
পৃথিবী থেকে যখন এই নক্ষত্রকে দেখতে পাই সেটা মূলত তার আরো ৪ বছর ৩ মাস আগের অবস্থা । সেই হিসেবে মহাকাশের সকল কিছুরই অতীত দেখতে পাই
আমরা ।
জেমস
ওয়েভ স্পেস টেলিস্কোপের যে ছবিটা প্রকাশ পেয়েছে তার দূরত্ব পৃথিবী থেকে ৪.৬ বিলিয়ন
আলোকবর্ষ দূরে । অর্থাৎ এই ছবিতে আমরা গ্যালাক্সিগুলোর
যে অবস্থান দেখছি তা মূলত ৪.৬ বিলিয়ন বছরের পুরনো ।
তাহলে ধরুন ছবিতে প্রকাশিত কোনো গ্যালাক্সির কোনো একটি গ্রহ থেকে এই মুহুর্তে
আমাদের চেয়েও উন্নত মস্তিষ্কের কোন প্রাণী আছে । তারা যদি আরো উন্নত কোন টেলিস্কোপ দিয়ে আমাদের
পৃথিবীতে নজর দেয় তাহলে তারা এই মুহুর্তে পৃথিবীতে ডাইনোসরের বিচরণ বা তারও পূর্বের
অবস্থান দেখতে পাবে । আর সেই
হাইপোথেসিস অনুসারেই এটি ৪৬০ কোটি বছর আগের ছবি হওয়া সম্ভব ।
0 মন্তব্যসমূহ