কিভাবে এটি ৪৬০ কোটি বছর আগের ছবি ?

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে দাঁড়িয়ে মহাকাশের একটি ছবি প্রকাশ করেছেন । যেটিকে ৪৬০ কোটি বছর আগের ছবি বলে দাবী করা হয়েছে । এখন বিজ্ঞান মনস্ক অনেকের মনে প্রশ্ন জেগেছে, আজকে প্রকাশিত এই ঐতিহাসিক ছবিটি ৪.৬ বিলিয়ন বা ৪৬০ কোটি বছরের আগের হওয়া কিভাবে সম্ভব ?

এই বিষয়টি বুঝতে হলে আমাদের আলোক সময় সম্পর্কে জানতে হবে । আমরা জানি, মহাবিশ্বের এই বিশাল থেকে বিশালতর দূরত্বকে আলোকবর্ষ দিয়ে প্রকাশ করা হয়

এখন বলি আলোক সময় আসলে কি ? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় নেয় ৮ মিনিট ১৯ সেকেন্ড । আলোক সময়ের হিসেবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব ৮.৩১ মিনিট আলোক সময়। আলোর গতির সাথে এই দূরত্ব হিসেব করা হয় তাহলে পৃথিবী থেকে এই মুহুর্তে আমরা সূর্যের যে অবস্থা দেখছি তা সূর্যে ঘটে গেছে ৮ মিনিট ১৯ সেকেন্ড আগে । সূর্যে ঘটে যাওয়া ঘটনা পৃথিবীতে আসতে সময় নেয় ৮ মিনিট ১৯ সেকেন্ড।  মূলত আমরা অতীত দেখতে পাই

এখন আসি আলোক বর্ষে আলো এক বছর সময়ে যতটুকু পথ অতিক্রম করতে পারে তাকে বলা হয় ১ আলোক বর্ষ । ১ আলোক বর্ষ = ৯.৪৬১×১০^১২ কিলোমিটার । এই বিশাল মহাবিশ্বের দূরত্ব যদি আমরা সাধারণ কি.মি. প্রকাশ করতে যাই তাহলে অনেক ঝামেলা পোহাতে হবে

জেমস ওয়েব টেলিস্কোপ

আমাদের সৌর জগতের সবচেয়ে কাছে নক্ষত্র প্রক্সিমা সেন্টোরি । পৃথিবী থেকে এর দূরত্ব ৪.২৪ আলোক বর্ষ । অর্থাৎ এই তারার আলো পৃথিবীতে আসতে সময় নেয় ৪ বছর ৩ মাস প্রায় । আমরা মূলত পৃথিবী থেকে যখন এই নক্ষত্রকে দেখতে পাই সেটা মূলত তার আরো ৪ বছর ৩ মাস আগের অবস্থা । সেই হিসেবে মহাকাশের সকল কিছুরই অতীত দেখতে পাই আমরা

জেমস ওয়েভ স্পেস টেলিস্কোপের যে ছবিটা প্রকাশ পেয়েছে তার দূরত্ব পৃথিবী থেকে ৪.৬ বিলিয়ন আলোকবর্ষ দূরে । অর্থাৎ এই ছবিতে আমরা গ্যালাক্সিগুলোর যে অবস্থান দেখছি তা মূলত ৪.৬ বিলিয়ন বছরের পুরনো

তাহলে ধরুন ছবিতে প্রকাশিত কোনো গ্যালাক্সির কোনো একটি গ্রহ থেকে এই মুহুর্তে আমাদের চেয়েও উন্নত মস্তিষ্কের কোন প্রাণী আছে । তারা যদি আরো উন্নত কোন টেলিস্কোপ দিয়ে আমাদের পৃথিবীতে নজর দেয় তাহলে তারা এই মুহুর্তে পৃথিবীতে ডাইনোসরের বিচরণ বা তারও পূর্বের অবস্থান দেখতে পাবে আর সেই হাইপোথেসিস অনুসারেই এটি ৪৬০ কোটি বছর আগের ছবি হওয়া সম্ভব ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ