জ্বলন্ত চুলায় এক বাটি কেরোসিন তেল ঢেলে দিলে দাউদাউ করে আগুন জ্বলতে শুরু করে । কিন্তু তেলের পরিবর্তে পানি ঢাললে সাথে সাথে আগুন নিভে যায় । এটি প্রকৃতির নিতান্তই একটি সাধারণ ঘটনা । কিন্তু এই সাধারণ ঘটনাটি একজন চিন্তাশীল মানুষকে অসাধারনভাবে ভাবিয়ে তোলে । কেরোসিন তেল দিলে আগুন বাড়লেও পানিতে কেন আগুন নিভে গেল ? উভয়ই তরল পদার্থ হওয়া সত্ত্বেও কেন তাদের সাথে এই ভিন্ন ভিন্ন আচরণ ?
বিজ্ঞান কাকে বলে ?
আমাদের চারপাশে কিংবা প্রকৃতিতে ঘটে যাওয়া প্রত্যহিক ঘটনা এবং সেসব ঘটনার কারণ ব্যাখ্যা দেয় বিজ্ঞান । তাই সহজভাবে বিজ্ঞানের সংজ্ঞা হবে- বিজ্ঞান হল জ্ঞান বিজ্ঞানের এমন একটি শাখা যা ভৌত জগতের সমস্ত ঘটনা এবং সেসব ঘটনার কারণ ব্যাখ্যা করে । সেই সাথে ভৌত বিশ্বের যা কিছু পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য ও যাচাইযোগ্য, তার সুশৃঙ্খল, নিয়মতান্ত্রিক গবেষণা ও সেই গবেষণালব্ধ জ্ঞানভাণ্ডারের নাম বিজ্ঞান ।
ভৌত বিজ্ঞান কাকে বলে ?
ভৌত বিজ্ঞান
হল বিজ্ঞানের একটি
শাখা যেখানে ভৌত বা জড় ব্যবস্থাসমূহ নিয়ে আলোচনা করা হয় । তবে বিজ্ঞানের আলোচনার
বেশিরভাগ অংশই ভৌত জগতকে নিয়ে । পদার্থের ক্ষুদ্রতম কণা পরমাণু কিংবা ইলেকট্রন থেকে
শুরু করে অসীম মহাকাশ পর্যন্ত এসবই এই ভৌত বিজ্ঞানের অন্তর্ভুক্ত ।
বিজ্ঞানের উপকারিতা
বিজ্ঞানীরা
বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে জ্ঞান অর্জন করেন এবং প্রকৃতির নানা মৌলিক বিধি
ও সাধারণ সত্য আবিষ্কারের চেষ্টা করেন । এরপর সেগুলোর উৎপত্তি এবং কারণ ব্যাখ্যার পাশাপাশি
সেগুলোর যৌক্তিকতা ব্যবহার করে প্রকৃতির আচরনের আগাম সম্ভবনা করেন । ভৌত জগতের প্রাকৃতিক
আচরণ ব্যবহার নতুন নতুন প্রযুক্তি তৈরি করেন । যার ফলাফল আমাদের আজকের এই আধুনিক বিজ্ঞান
। যেখানে পুরো পৃথিবী এখন চলে এসেছে মানুষের হাতের নাগালে । আমাদের জীবনের যে দিকটিতেই
আপনি তাকাবেন, সেখানেই অবদান এই বিজ্ঞানের । বিজ্ঞান মানুষকে দিয়েছে অভাবনীয় বেগ, সভ্যতার অগ্রযাত্রাকে করেছে দ্রুততর ও বহুমাত্রিক । দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে
অবদান তা যেমন আকর্ষণীয় তেমনি বৈচিত্রপূর্ণ। অর্থাৎ আদিম যুগ থেকে আরম্ভ করে বর্তমান
যুগ পর্যন্ত মানব সভ্যতার যে বিকাশ ঘটেছে তার মূলে রয়েছে বিজ্ঞান ।
বিজ্ঞানের অপকারিতা
সবকিছুর ভালো
খারাপ দুটা দিক থাকে । বিজ্ঞানের ও আছে । আমাদের দৈনন্দিন জীবনকে অনেক সহজ করে তুললেও বিজ্ঞানের অভিশপ্ত দিকগুলোকে অবহেলা করার উপায় নাই। বিজ্ঞান যেখানে আমাদের
প্রতিদিনের সময় বাঁচিয়ে যাচ্ছে সেখানে বিজ্ঞান আবার আমাদেরকে করে তুলছে পর নির্ভরশীল
। আমরা এখন জীবনের প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তি নির্ভর । ছোটো শিশু থেকে নিয়ে বড় সবাই
এখন স্মার্টফোনপ্রেমী। এই স্মার্টফোন শিশুর মেধা বিকাশে কতটা বাধা দেয় তা কেউ ভেবে
দেখি না । শিশুর মানসিক ও শারীরিক অনেক ক্ষতি সাধন করে এই স্মার্টফোন । যখন এতটা প্রযুক্তি
ছিলো না তখন শিশুরা ঘরের বাইরে খেলতে যেতো । সেই সময় শিশুদের মধ্যে তৈরি হতো বন্ধুত্বপূর্ন
আচরণ, একে অপরের সাথে মিলে মিশে থাকার মানসিকতা যা বর্তমানে
রীতিমত দেখায় যায় না।
বিজ্ঞানের প্রথম আবিষ্কার কি ?
পৃথিবীর প্রথম বিজ্ঞানী হিসেবে পাশ্চাত্যে গ্রিক পন্ডিত থেলিসকে স্বীকৃতি দেওয়া হয়েছে । তিনি খৃষ্টপূর্ব ৫৮৫ অব্দে পূর্ব ঘোষণা মোতাবেক সূর্যগ্রহণ দেখিয়েছিলেন । তবে প্রাচীন ভারতীয়, মিশরীয় প্রভৃতি সভ্যতায়ও কিছু বৈজ্ঞানিক নিদর্শন দেখা যায় । সেখানেও নিশ্চয়ই কোন না কোন বিজ্ঞানী ছিলেন । তাই প্রথম বিজ্ঞানী কে তা ঠিকভাবে বলা সম্ভব নয় । সে পর্যন্ত থেলিসকেই বিশ্বের প্রথম বিজ্ঞানী বলা হয় ।
0 মন্তব্যসমূহ