নিউটন তার মহাকর্ষ সূত্রে বলেছিলেন-
মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে আকর্ষন করে । যে আকর্ষন বলের মান বস্তুদ্বয়ের
ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক । এই
সম্পর্কে নিউটন একটি সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করেছিলেন । এটিকে ‘G’
দ্বারা প্রকাশ করা হয় ।
মহাকর্ষীয় ধ্রুবক এর একক ?
মহাকর্ষীয় ধ্রুবকের একক – নিউটন.মিটার২.কেজি-২ = Nm2kg-2
মহাকর্ষীয় ধ্রুবক এর মাত্রা কি ?
মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা = M-1L3T-2
মহাকর্ষীয় ধ্রুবক এর মান কত ?
মহাকর্ষীয় ধ্রুবকের মান = 6.6743×10-11 Nm2kg-2
মহাকর্ষীয় ধ্রুবক সার্বজনীন কেন ?
মহাকর্ষীয় ধ্রুবক ‘G’ কে
সার্বজনীন ধ্রুবক বলা হয় । কারন এটি স্থান কাল কিংবা বস্তুর উপর নির্ভর করেনা ।
পৃথিবী হোক কিংবা বৃহস্পতি গ্রহ হোক সকল ক্ষেত্রে এই মান একই থাকবে । সেজন্য এই
ধ্রুবককে সার্বজনীন ধ্রুবক বলা হয় ।
মহাকর্ষীয় ধ্রুবক ও অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক
মহাকর্ষীয় ধ্রুবক ও অভিকর্ষজ ত্বরণের সম্পর্ক এবং অভিকর্ষজ
ত্বরণের মধ্যে একটি সরল সম্পর্ক আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকেই পাই ।
যেটি হল – g=GM/R2
0 মন্তব্যসমূহ