সুইচ গিয়ার কাকে বলে ?
সুইচ গিয়ার বলতে সেসব যন্ত্রপাতিকে বুঝানো হয়, যেগুলোকে
তড়িৎ বর্তনীতে সংযোগ, নিয়ন্ত্রণ এবং সুরক্ষার জন্য ব্যবহার করা হয় । যেমন-
- সুইচ
- ফিউজ
- সার্কিট ব্রেকার
- রিলে
- কারেন্ট ট্রান্সফরমার
- পটেনশিয়াল ট্রান্সফরমার
বর্তনীতে ফল্ট
বর্তনীর ফল্ট বলতে আমরা বর্তনীর তড়িৎ প্রবাহে ত্রুটিকে
বুঝানো হয় । বর্তনীর ফল্ট তিন ধরনের হয়ে থাকে ।
- ট্রানজিয়েন্ট ফল্ট
- সেমি-পারমানেন্ট ফল্ট
- পারমানেন্ট ফল্ট
ট্রানজিয়েন্ট ফল্ট
এই ধরণের ফল্টগুলো খুব কম সময়ের জন্য হয়ে থাকে । আবার আপনা
আপনি ঠিক হয়ে যায় । দীর্ঘ্যস্থায়ী কোন ক্ষতি হয়না । যেমন অনেক সময় ট্রান্সমিশন লাইনের
সাথে ইলেকট্রিক খুটির মাধ্যমে ভুমিতে বায়ু মাধ্যম ব্যবহার করে উচ্চ তড়িৎ প্রবাহিত
হয় । যেটিকে আমরা আর্ক বা ফ্ল্যাশওভার বলে চিনি । এটি খুব স্বল্প সময়ের জন্য হয় ।
পাওয়ার সিস্টেমে সুইচিং এর ক্ষেত্রে এ ধরণের ফল্ট হয়ে থাকে ।
সেমি-পারমানেন্ট ফল্ট
এধরণের ফল্টগুলোও কম সময়ের জন্য হয় এবং ট্রান্সমিশন লাইনে কিছুক্ষণের
মধ্যেই নিজে থেকেই সমাধান হয় যায় । তবে ট্রানজিয়েন্ট ফল্টের তুলনায় বেশি সময় লাগে
। যেমন ট্রান্সমিশন লাইনে কোন পাখি বসে বা গাছের শাখা পড়ে শর্ট সার্কিট হয়ে যেতে
পারে । কিন্তু কিছুক্ষণের মধ্যে সেসব পুড়ে গিয়ে ফল্ট আপনা থেকেই ক্লিয়ার হয়ে যায় ।
পারমানেন্ট ফল্ট
এ ধরনের ফল্ট আপনা থেকে সমাধান হয় না । মানুষকে স্বহস্তে
এগুলো সমাধান করে বর্তনীতে নিরবচ্ছিন্ন তড়িৎ প্রবাহের ব্যবস্থা করা হয় । যেমন
ট্রান্সমিশন লাইন ছিঁড়ে গেলে এটি আপনা থেকে ক্লিয়ার হবেনা । মানুষকে এটি সমাধান
করে তারপর সংযোগ স্থাপন করতে হয় ।
0 মন্তব্যসমূহ