আমি অত্যন্ত সহজ একটি উদাহরণ ব্যবহার
করে ইলেক্ট্রিক্যাল সার্কিটে ইন্ডাক্টরের আচরন বুঝিয়ে বলব৷
মনে করেন, টমি ক্লাব এবং মমি ক্লাব নামে
দুইটা ক্লাব ছিল৷ এদের মাঝখানের দূরত্ব ১০০কিলোমিটার৷ টমি ক্লাব থেকে মমি ক্লাবে যাওয়ার রাস্তা অনেক বেশি ভাল৷ টমি ক্লাবে
১০০০জন লোক আছে যারা বিকেল ৫টায় সবাই মমি ক্লাবের উদ্দেশ্যে রওনা হয় এবং সবাই অর্থাৎ
রওনা দেওয়া সর্বশেষ ব্যাক্তি সন্ধ্যা ৭টায় মমি ক্লাবে পৌঁছায়৷ বিকেলে ৫টা থেকে সন্ধ্যা
৭টা এই দুই ক্লাবের মাঝে লোকজন চলাফেরা করে৷
এখন যদি টমি এবং মমি ক্লাবের মাঝখানে
একটি ভাঙ্গা ব্রিজ থাকে, তাহলে কি বিকেল ৫টায় লোকজন টমি ক্লাব থেকে রওনা দিয়ে সন্ধ্যা
৭টার মধ্যে মমি ক্লাবে পৌঁছাতে পারবে? নিশ্চয়ই না৷ কারন সেই ভাঙ্গা ব্রিজটির কারনে
তারা আরও দেরিতে পৌঁছাবে৷ বিকেল ৫টার মধ্যেই ১০০০জন মানুষ টমি ক্লাব থেকে বেড়িয়ে যাওয়া
স্বত্ত্বেও সন্ধ্যা ৭টার পরেও দুই ক্লাবের মাঝের রাস্তায় লোকজনের চলাফেরা দেখা যাবে৷
কারন ভাঙ্গা ব্রিজটি লোকজনকে দেরি করায় দেবে৷ যার ফলে আরও অধিক সময় রাস্তায় লোকজন চলাচল
করবে৷
ইলেক্ট্রিক্যাল সার্কিটে এই ব্রিজটির
আচরনকে আমরা বলি ইন্ডাক্টর৷ যেটি সার্কিটে ব্রিজটির মতই ভূমিকা পালন করে৷
ইন্ডাক্টর মূলত প্যাচানো তার৷ সার্কিট
দিয়ে কারেন্ট যাবার সময় এই প্যাচানো তার দিয়ে যখন কারেন্ট যায়, তখন এতে একটি চৌম্বক
ক্ষেত্র তৈরি হয়৷ যা আবার তারের মধ্যদিয়ে চলমান কারেন্টকে বাঁধা দেয়৷ আর এই বাঁধা দেওয়ার
ফলে সার্কিটে পূর্বের তুলনায় অধিক সময় কারেন্ট ফ্লো করে৷ মনে হয় যেন, ইন্ডাক্টরটিই
এই কারেন্টের জোগান দিচ্ছে৷ ঠিক যেমনটা হয়েছিল ভাঙ্গা ব্রিজের ক্ষেত্রে৷
তাই আপনি যদি সুইচ বন্ধ করার পরও কিছুটা
সময় সার্কিটে কারেন্ট পেতে চান, তবে সার্কিটে একটি ইন্ডাক্টর যুক্ত করতে পারেন৷ তবে
সেক্ষেত্রে মনে রাখতে হবে, আপনি যে কারেন্ট পাঠাচ্ছেন তা যেন এসি কারেন্ট হয়৷ কারন
ডিসি কারেন্টে ইন্ডাক্টরে চৌম্বক ক্ষেত্র তৈরি হবেনা৷ ফলে আমাদের পুরো প্রসেসটিও ঘটবেনা৷
0 মন্তব্যসমূহ