ChatGPT এর প্রতিদ্বন্দ্বী হিসেবে টেকজগতে আবির্ভাব হলো গুগলের নতুন AI, “বার্ড/BARD” এর । গতকাল গুগলের CEO সুন্দর পিচাই গুগলের একটি ব্লগ আর্টিকেলে এই নতুন AI কে পরিচয় করিয়ে দেন। আর্টিকেলে সুন্দর পিচাই গুগলের সাথে AI এর ঘনিষ্ট সম্পর্কের ইতিহাস ও বিভিন্ন দিক তুলে ধরেন।

তবে এই AI এর কাজ ChatGPT এর মত নয় । এই নতুন AI টি যেকোন টার্ম/প্রশ্নের সার্চে এমন রেজাল্ট দেখাবে যেটা মানুষের পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। অর্থাৎ কোন প্রশ্নের উত্তরে ছাত্রদের জন্য একরকম, শিক্ষকের জন্য একরকম, যে ব্যক্তি ছাত্র/শিক্ষক কোনটাই না তার জন্য অন্যরকম। এভাবে নতুন AI টি গুগলসার্চ কে Deep Learning এর মাধ্যমে এক অন্যরকম অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীদের।

গুগলের এই BARD AI টিকে ChatGPT এর সরাসরি প্রতিদ্বন্দী বলে ভাবা হচ্ছে টেক দুনিয়ায় । যেহেতু এখন পর্যন্ত গুগলের ডেটাবেজ সবচেয়ে বেশি সমৃদ্ধ, তাই আশা করি এটি নতুন অভিজ্ঞতা দিতে পারলে এবং ইউজার ফ্রেন্ডলি হলে দ্রুতই গুগলের অন্যন্য প্রোডাক্ট এর মত সবার হাতে হাতে থাকবে ।

Leave a Reply