প্লবতা বা ঊর্ধ্বমুখী বল

আর্কিমিডিসের সূত্র থেকে আমরা জানি- কোনো বস্তুকে তরল অথবা বায়বীয় পদার্থে ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয় কারণ ডুবন্ত বস্তুর উপর পানির ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে । পানির এই ঊর্ধ্বমুখী বলকে প্লবতা বলা হয় 

প্লবতার গাণিতিক সমীকরণ

প্লবতার গাণিতিক সমীকরণ হল,

F = Vdg

F – হল প্লবতা বা ঊর্ধ্বমুখী বল ।

V – হল নিমজ্জিত বস্তুর আয়তন ।

d – হল নিমজ্জিত বস্তুর ঘনত্ব ।

g – অভিকর্ষজ ত্বরণ । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ