রোধ
কোন একটি পরিবাহী তারের মধ্যদিয়ে বিদ্যুৎ বা
চার্জ পরিবহনের সময় চার্জগুলো তাদের গতিপথে যে বাঁধার সম্মুখীন হয়, পরিবাহীর এই
বাঁধাকে বলা হয় রোধ । রোধের মান পরিবাহীর দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল,
তাপমাত্রা এবং পরিবাহীর উপাদানের উপর নির্ভর করে ।
রোধের একক ওহম ।
আপেক্ষিক রোধ
কোন একটি পরিবাহী তারের মধ্যদিয়ে বিদ্যুৎ বা
চার্জ পরিবহনের সময় চার্জগুলো তাদের গতিপথে যে বাঁধার সম্মুখীন হয়, পরিবাহীর এই
বাঁধাকে আমরা রোধ বলেছি । এই বাঁধা দেওয়া বা রোধের মান বিভিন্ন পরিবাহীর জন্য
বিভিন্ন রকম । যেমন তামার বা অ্যালুমিনিয়ামের বাঁধা দেওয়ার ক্ষমতা কম আবার কাঠের
বেশি । পরিবাহীর বিদ্যুৎ বা চার্জ পরিবহনে বাঁধা দেওয়ার এই ধর্মকে বলা হয় আপেক্ষিক
রোধ । আপেক্ষিক রোধ পরিবাহীর একটি নিজস্ব ধর্ম । এটি তার গাঠনিক উপাদানের বা মৌলিক
কণিকার উপর নির্ভর করে । তবে তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের আপেক্ষিক রোধের মান
পরিবর্তন হয় ।
আপেক্ষিক রোধের একক ওহম.মিটার ।
0 মন্তব্যসমূহ