ভরকেন্দ্র কাকে বলে?
কোন বস্তুর
প্রতিটি কণার উপর
ক্রিয়াশীল মাধ্যাকর্ষণ বলের লব্ধি ঐ বস্তুর যে বিন্দু দিয়ে যায় সেই বিন্দুকে ঐ
বস্তুর ভরকেন্দ্র বলা হয়। আপেক্ষিকভাবে
এই বিন্দুকেই সমগ্র বস্তুর ভরের বাহক হিসেবে চিহ্নিত করা হয় ।
যেমন
একটি সুষম মার্বেলের ভর এর কেন্দ্রে কেন্দ্রীভূত আছে বলে আমরা ধরে নিতে পারি। তাই
মার্বেলটির কেন্দ্রই হল এর ভরকেন্দ্র । কিন্তু আমাদের বাস্তব জগতের কোন বস্তুই
শতভাগ সুষম নয় । কাজেই এদের ভরকেন্দ্র হিসেবে এদের কেন্দ্রকে ধরে নিলে তা সঠিক
হবেনা । সমগ্র বস্তুর ভরের সুষম বন্ঠন করে ভরের কেন্দ্র নির্ণয় করা বেশ করতে
পারলে, সেই বিন্দুকে আমরা প্রকৃত ভরকেন্দ্র ধরে নিতে পারি । কিন্তু সেই বিন্দু
নিশ্চিতভাবে নির্ণয় করা প্রায় অসম্ভব ।
ভারকেন্দ্র কাকে বলে?
কোন
বস্তুর ভরের সাথে যখন অভিকর্ষজ ত্বরণকে গুণ করা হয়, তখন তাকে আমরা বল বা ওজন বলে
থাকি । এই ওজনের আর একটি নাম হল ভার । তাই ভার আসলে বলের-ই একটি প্রকাশ মাত্র । ভরকেন্দ্রের
মত একটি বস্তুর ভারেরও কেন্দ্র থাকে । যেহেতু ভার পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের উপর
নির্ভর করে, তাই ভারকেন্দ্রও পৃথিবী পৃষ্ঠে বস্তুর সাথে পৃথিবীর কেন্দ্রের সংযোগ
রেখার উপর নির্ভর করে ।
0 মন্তব্যসমূহ