ফ্লাক্স কাকে বলে
চৌম্বক বলরেখাগুলো দুইটি চুম্বকের মধ্যে আকর্ষন কিংবা বিকর্ষন বলের সৃষ্টি করে
। চুম্বক যত শক্তিশালী হয়, এই বলরেখার সংখ্যা বা ঘনত্ব তত বেশি হয় । চৌম্বক
বলরেখার ঘনত্ব ঠিক কত বেশি বা কম, তার ধারণা দেওয়ার জন্য ফ্লাক্সের প্রবর্তন করা
হয় ।
কোন একটি চুম্বকে নিকটে একক ক্ষেত্রফলে যতগুলো বলরেখা রয়েছে, সেই সংখ্যাকে ওই
চৌম্বক ক্ষেত্রের ফ্লাক্স বলা হয় ।
তড়িৎ চৌম্বকীয় ফ্লাক্স
আমরা যেহেতু দুই ধরণের চুম্বক দেখতে পাই-
১। পার্মানেন্ট চুম্বক । যা প্রকৃতিতে পাওয়া যায় বা অন্য চুম্বকের সংস্পর্শে
তৈরি করা হয় ।
২। ইলেক্ট্রোম্যাগনেট । যা পরিবাহী তারের কুন্ডলির মধ্যদিয়ে বিদ্যুৎ প্রবাহিত
করে তৈরি করা হয় ।
0 মন্তব্যসমূহ