বলের ঘাত
কোন বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয় তখন প্রয়োগকৃত বল এবং যে সময়ব্যাপী বল
প্রয়োগ করা হয়েছিল সেই সময়ের গুণফলকে বলা হয় বলের ঘাত ।
বলের ঘাত = বল * সময়
বা, J = F*t = ((mv-mu)/t)*t = mv-mu
অর্থাৎ বলের ঘাত = ভরবেগের পরিবর্তন
বলের ঘাতের একক এবং মাত্রা
যেহেতু বলের ঘাত বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, তাই বলের ঘাতের একক, মাত্রা
হবে ভরবেগের একক মাত্রার সমান ।
সুতরাং বলের ঘাতের একক = kgms
এবং বলের ঘাতের মাত্রা = MLT-1
0 মন্তব্যসমূহ