একটি চুম্বকের পাশে আর একটি চুম্বক নিয়ে আসলে, এরা একে অপরকে আকর্ষন বা
বিকর্ষন করে । যেখানে সমমেরু পরস্পরকে আকর্ষন এবং বিপরীত মেরু পরস্পরকে বিকর্ষন
করে । কেন এবং কিভাবে এই স্পর্শহীন আকর্ষন বা বিকর্ষন বল কাজ করে । এই বিষয়টি
ব্যাখ্যার জন্য পদার্থবিদরা চুম্বকের বলরেখার ধারণা নিয়ে আসেন । পাশাপাশি দুইটি
চুম্বকের মেরু পরস্পরকে কতগুলো কাল্পনিক বলরেখার মাধ্যমে একে অপরের দিকে বল প্রয়োগ
করে । এই কাল্পনিক বলরেখাগুলোই হল, চুম্বকের বলরেখা ।
চৌম্বক বলরেখাকে এভাবে সংজ্ঞায়িত করা যায়-
চৌম্বক ক্ষেত্রে একটি
বিচ্ছিন্ন উত্তর মেরুকে মুক্তাবস্থায় স্থাপন করলে মেরুটি যে পথে পরিভ্রমণ করে তাকে চৌম্বক বলরেখা বলে।
এই চৌম্বক বলরেখার সাহায্যে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য ও অভিমুখ সম্পর্কে জানা যায়।
0 মন্তব্যসমূহ