পদার্থবিজ্ঞানে বেগ নিয়ে অনেকগুলো সংজ্ঞা
আমাদের সামনে আসে । এখানে বেগের বিভিন্ন ধরন সহজভাবে তুলে ধরা হল-
বেগের সংজ্ঞা
একটি গতিশীল বস্তু একক সময়ে যে দূরত্ব
অতিক্রম করে তাকেই বেগ বলে । বেগের গাণিতিক রুপ হল- বেগ = দূরত্ব / সময়
রৈখিক বেগ
গতিশীল বস্তু যখন একটি রৈখিক পথ বরাবর চলে,
এই অবস্থায় বস্তুর যে বেগ আমরা পাই তাই রৈখিক বেগ ।
কৌণিক বেগ
গতিশীল বস্তু যখন একটি নির্দিষ্ট বিন্দুকে
কেন্দ্র করে ঘুরতে থাক, এই অবস্থায় বস্তুর যে বেগ আমরা পাই তাই কৌণিক বেগ ।
সমবেগ
সময়ের সাথে বস্তুর সরণের হার যদি সমান হয়,
অর্থাৎ বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে, তবে এই ক্ষেত্রে বস্তুর
বেগকে বলা হবে সমবেগ ।
অসম বেগ
সময়ের সাথে বস্তুর সরণের হার যদি সমান না
হয়, অর্থাৎ বস্তু যদি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম না করে, তবে এই ক্ষেত্রে
বস্তুর বেগকে বলা হবে অসমবেগ ।
তাৎক্ষনিক বেগ
যেকোন একটি তাৎক্ষনিক মূহুর্তে গতিশীল
বস্তুর যদি বেগ নির্ণয় করা হয়, তবে যে বেগ পাওয়া যাবে তাই ঐ বস্তুর তাৎক্ষনিক বেগ
।
গড়বেগ
অসমবেগে গতিশীল বস্তু একটি নির্দিষ্ট দূরত্ব
বস্তুকে গড়ে যে বেগে অতিক্রম করে তাই বস্তুর গড়বেগ । বস্তুর মোট অতিক্রান্ত
দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করে গড়বেগ নির্ণয় করা হয় ।
0 মন্তব্যসমূহ