আদর্শ গ্যাসের গতিতত্ত্বে আলোচিত গ্যাসের অণুর মৌলিক স্বীকাৰ্যসমূহ হল-
১। সকল গ্যাস অণুর সমন্বয়ে গঠিত। একটি
গ্যাসের সকল অণু সদৃশ এবং একটি গ্যাসের অণু অন্য গ্যাসের অণু থেকে ভিন্ন ।
২। গ্যাসের অণুগুলো আকার অণুগুলোর মধ্যবর্তী
দূরত্বের তুলনায় নগণ্য ।
৩। গ্যাসের 'অণুগুলো কঠিন স্থিতিস্থাপক
সদৃশ গোলক বিশেষ এবং অণুগুলোর নিজেদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। এদের শক্তি সম্পূর্ণটাই গতিশক্তি ।
৪। গ্যাসের অণুগুলো অক্রম বা এলোমেলো
(random) গতিতে গতিশীল এবং এগুলো নিউটনের গতিসূত্রসমূহ মেনে চলে। অণুগুলো সকল দিকে
গতিশীল এবং এদের বেগের মান বিভিন্ন।
৫। অণুগুলো নিরবচ্ছিন্নভাবে একে অপরের সাথে
এবং পাত্রের দেয়ালের সাথে
সংঘর্ষে লিপ্ত হচ্ছে। দুটি সংঘর্ষের মধ্যবর্তী সময়ে একটি অণু সরলরেখায় চলে। দুটি
সংঘর্ষের মধ্যবর্তী সময়ে একটি অণু যে দূরত্ব অতিক্রম করে তাকে মুক্ত পথ (free
path) বলে।
৬। গ্যাস অণুগুলো একটি সংঘর্ষে যে সময় ব্যয় হয় তা দুটি সংঘর্ষের মধ্যবর্তী
সময়ের তুলনায় নগণ্য ।
৭। গ্যাস অণুগুলোর সংঘর্ষগুলো
সম্পূর্ণ স্থিতিস্থাপক ।
0 মন্তব্যসমূহ