সম্পৃক্ত অর্থ

সম্পৃক্ত অর্থ হল- যা ধারণক্ষমতা তাই উপস্থিত থাকা ।

যেমন-

তাপমাত্রা স্থির রেখে এক গ্লাস পানিতে যে পরিমাণ চিনি দ্রবীভূত হতে পারে, সেই পরিমাণ চিনি গ্লাসের পানিতে দিয়ে যে দ্রবণ তৈরি হবে সেটি হবে সম্পৃক্ত দ্রবণ । একইভাবে নির্দিষ্ট তাপমাত্রায় কোন একটি আবদ্ধ স্থান যে পরিমাণ জলীয়বাষ্প ধারণ করতে পারে, সেই স্থানে সেই পরিমাণ জলীয়বাষ্প থাকলে তাকে বলা হবে সম্পৃক্ত অবস্থা । 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ