ধরুন আপনি একটি টেস্টটিউবে কিছু পানি নিয়ে সেটাতে ১০০ জুল তাপ দিয়ে মাপার
চেষ্টা করছেন, এই ১০০ জুল তাপে পানির তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি পেল । এখানে আপনি
তাপমাত্রা মাপার চেষ্টা করছেন বা করছেন । এই তাপমাত্রা একটি তাপগতীয় চলরাশি। এখানে
আপনার টেস্টটিউবটি হল সিস্টেম । আপনি টেস্টটিউবের তাপমাত্রা মাপছেন, পুরো রুমের
তাপমাত্রা মাপছেন না । তবে এখানে রুমের কিন্তু প্রভাব আপনার টেস্টটিউবের উপর থাকবে
। তাই এক্ষেত্রে রুম হল আপনার পরিপার্শ । এখানে সিস্টেম আর পরিপার্শের মধ্যে বর্ডারটি
হল টেস্টটিউবের কাঁচ । তাই এটি হল বাউন্ডারী ।
সিস্টেম
পরীক্ষা-নিরীক্ষার
সময় আমরা জড় জগতের যে নির্দিষ্ট তাপীয় অংশকে
গুরুত্ব দেই এবং তাপগতীয় চলরাশি পরিমাপ করি তাকে তাপগতীয় সিস্টেম বলে।
পরিপার্শ
সিস্টেমের চারিপাশে জড় জগতকে বলা হয় পরিপার্শ ।
বাউন্ডারী
সিস্টেম এবং পরিপার্শের মধ্যে যে ব্যবধান বা পর্দা থাকে তাই বাউন্ডারি ।
সিস্টেমের প্রকারভেদ
তাপগতীয় সিস্টেম তিন ধরনের হয়।
- উন্মুক্ত সিস্টেম
- বন্ধ সিস্টেম
- বিচ্ছিন্ন সিস্টেম।
উন্মুক্ত সিস্টেম
উন্মুক্ত সিস্টেম পরিবেশের সাথে
ভর ও শক্তি উভয়ই বিনিময় করতে পারে। যেমন এক কাপ
খোলা অবস্থায় টেবিলে রেখে দিলে এটি উন্মুক্ত সিস্টেম । এখানে কাপ থেকে পানি বাস্প
হয়ে উড়ে যাবে । ফলে পরিবেশে পানি বা বাস্প চলে যাবে । এক্ষেত্রে ভরের বিনিময় হচ্ছে
। আবার চায়ের কাপ বেঁয়ে বেঁয়ে বা খোলা মুখ দিয়ে চায়ের তাপ পরিবেশে চলে যাবে । ফলে
তাপেরও বিনিময় হচ্ছে ।
বদ্ধ সিস্টেম
বন্ধ সিস্টেম পরিবেশের সাথে
শুধু শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না। যেমন উন্মুক্ত সিস্টেমের উদাহরণের চায়ের কাপ ঢেকে দিলে এটি বদ্ধ সিস্টেম হবে
। চায়ের কাপ ঢাকা থাকলে চায়ের কাপ থেকে পানি বা বাস্প উড়ে যেতে পারবেনা । ফলে
পরিবেশের সাথে তাপের বিনিময় হবেনা । কিন্তু কাপের গাঁ বেঁয়ে বেঁয়ে তাপ পরিবেশে চলে
যাবে । অর্থাৎ তাপ শক্তির বিনিময় হচ্ছে ।
বিচ্ছিন্ন সিস্টেম
বিচ্ছিন্ন সিস্টেম পরিবেশ দ্বারা
মোটে প্রভাবিত হয় না। অর্থাৎ এক্ষেত্রে ভর ও শক্তি কিছুই বিনিময় করে না। যেমন ফ্লাক্সে রাখা চা । ফ্লাক্সের গাঁ তাপের অপরিবাহী হওয়ায়
পরিবেশে তাপ যেতে বা পরিবেশ থেকে তাপ ভিতরে আসতে পারবেনা । আবার ফ্লাক্স বন্ধ
থাকলে পানি বা বাস্প বাইরে যেতে পারবেনা । ফলে ভরের কিংবা শক্তির বিনিময় হচ্ছেনা ।
তাই এটি বিচ্ছিন্ন সিস্টেম ।
0 মন্তব্যসমূহ