তাপমাত্রিক ধর্ম
তাপমাত্রার পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের সুষম পরিবর্তন হয় সেই ধর্মকে বলা হয়
তাপমাত্রিক ধর্ম । পদার্থের এই পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা মাপা যায়।
তাই অন্যভাবেও বলা যায়- তাপমাত্রা মাপার জন্য পদার্থের যে ধর্মটি ব্যবহার করা হয় সেটি
হচ্ছে তাপমাত্রিক ধর্ম। যেমন তাপমাত্রা পরিবর্তনের সাথে পারদের আয়তন বৃদ্ধি একটি তাপমাত্রিক ধর্ম ।
কারন তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাস পেয়ে পারদের আয়তন সুষম ভাবে বৃদ্ধি বা হ্রাস পায় ।
পানির তাপমাত্রা বৃদ্ধি করলেও আয়তন
বৃদ্ধি পায় । কিন্তু এটি সুষম নয় । তাই পানির আয়তন বৃদ্ধি তাপমাত্রিক ধর্ম নয় ।
তাপমাত্রিক পদার্থ
যে পদার্থের মধ্যে এই তাপমাত্রিক ধর্ম
দেখা যায় সেই পদার্থকে বলা হয় তাপমাত্রিক পদার্থ । যেমন আমাদের পূর্বের উদাহরণের
পারদ একটি তাপমাত্রিক পদার্থ ।
0 মন্তব্যসমূহ